খেলা

ঘরোয়া লীগের অপেক্ষায় ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৮:১৬ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা সিরিজ পিছিয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। সৌম্য সরকার আশাহত। মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য শুনে মনও খারাপ সৌম্যের। তবে নতুন আশাও দেখছেন। ঘরোয়া ক্রিকেট শুরুর কথা বলেছেন বিসিবি সভাপতি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ আবার মাঠে গড়াতে পারে শুনে সৌম্য বেশ খুশি। তিনি বলেন, ‘শুনলাম একটি কর্পোরেট ক্রিকেট লীগ হতে পারে। আবার তা না হলে জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ নিয়ে একটি টুর্নামেন্ট হতে পারে। তবে আমার মনে হয় ঢাকা লীগ শুরু হলে বেশ ভালো হয়। কত ক্রিকেটারের যে জীবন চলে এই লীগ দিয়ে। জানি না শেষ পর্যন্ত হবে কিনা। তবে আমরা মুখিয়ে আছি লীগের জন্য।’ সৌম্যের মতো অপেক্ষায় রুবেল হোসেন, সাদমান ইসলাম অনিকরাও।
জাতীয় দলের আরেক পেসার রুবেল হোসেন জানালেন, মাঠের খেলায় ফিরতে না পেরে তার কোনোকিছুই ভালো লাগছে না। ক্রিকেট খেলেই সংসার চলে। তাই বেশিদিন খেলা বন্ধ থাকলে তাদের আয়ের পথও বন্ধ হয়ে যাবে। দীর্ঘদিন মাঠে খেলার অভ্যাসের কারণে দীর্ঘ বিরতিটা অস্বস্তিকরও বটে। রুবেল বলেন, ‘হতাশা তো লাগছেই। অনেকদিন ধরে আশায় ছিলাম মাঠে খেলতে পারবো। শ্রীলঙ্কা সফরে গেলে হয়তো সেই আক্ষেপটা দূর হতো। কিন্তু এখন আর তেমন কিছু করার নেই। হয়নি বলে বসে থাকবো তাও না। বিসিবি আমাদের জন্য নিশ্চয়ই ভালো চিন্তা করেই সফরটা স্থগিত করেছে। আমাদের জন্য যে বিষয়গুলো ভালো হবে তাও তারা করবে। শুনলাম, জাতীয় দলের প্রস্তুতি ছাড়াও ঘরোয়া ক্রিকেট ফেরানোর ভাবনা আছে। আমি মনে করি, এটা হলে আমাদের জন্য অনেক ভালো হবে। অন্তত মাঠে খেলতে তো পারবো।’
স্থগিত হওয়া ঢাকা লীগ শুরু করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। এ নিয়ে রুবেল বলেন, ‘দেখেন, আমরা বিশেষ করে জাতীয় দলের ক্রিকেটারদের প্রথম লক্ষ্য থাকে আন্তর্জাতিক ম্যাচে খেলা। যদি সামনে কোনো সিরিজ থাকে আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে থাকি। এবারো নিচ্ছিলাম। কিন্তু এখন সে সুযোগ নেই। কিন্তু নিজেদের যোগ্যতা প্রমাণ করতে আরেকটি জায়গা আছে ঘরোয়া ক্রিকেট। বিশেষ করে সামনে ঢাকা লীগ শুরু হলে সেখানে আমরা নিজেদের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করতে পারবো যে ফিট আছি। এ ছাড়াও রুটি-রুজিরও একটা বিষয় আছে। লীগ হলে সেটিও অনেকটা হবে। আমি বিশ্বাস করি অবশ্যই বিসিবি আমাদের ভালোর জন্য সব সিদ্ধান্ত নিচ্ছে।’ জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম অনিক মুখিয়ে ছিলেন মাঠে খেলার জন্য। করোনার সময়ে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন। ব্যাটিং করার সুযোগ ছিল না। তবে জাতীয় দলের ক্যাম্পে এসে আশায় ছিলেন ফিট হয়ে মাঠে ফেরার। অপেক্ষা আরো লম্বা হচ্ছে বলে খারাপ লাগছে সাদমানের। তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় যেতে পারলে অবশ্যই ভালো হতো। একেবারে প্রতিযোগিতামূলক ক্রিকেটের চ্যালেঞ্জ নিয়ে ফিরতে পারতাম। তবে এখনো ভালো হয়েছে আমরা আরো বেশি প্রস্তুতি নিতে পারবো। ঘরোয়া ক্রিকেট হলে সেখানে নিজেদের ফিটনেস যেমন বাড়াতে পারবো। আবার প্রমাণও করতে পারবো যে, ম্যাচ ফিটনেস ঠিক আছে। অবশ্য আমাদের জাতীয় দলের কার্যক্রমের বাইরে ঘরোয়া ক্রিকেট শুরু হলে ভালো হয়। বিশেষ করে যদি ঢাকা লীগ হয় তাহলে আমরা একটি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবো। এতে করে ম্যাচ ফিটনেসটা ভালো হবে আমাদের। পরে যেটি আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাস জোগাবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status