অনলাইন

‘পানি বণ্টন সমস্যা সমাধান ও সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি ভারতের’

স্টাফ রিপোর্টার

২০২০-০৯-২৯

তিস্তাসহ ছয় নদীর পানি বণ্টন সমস্যা সমাধানের আগ্রহ দেখিয়েছে ভারত। একই সঙ্গে তারা সীমান্ত হত্যা চিরতরে বন্ধে একমত  হয়েছে। জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসি’র বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা জানান। মন্ত্রী বলেন, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয়ের জন্যই লজ্জার। দুই দেশের সুসম্পর্কের যে সোনালী অধ্যায় চলছে এ তার প্রতি কুঠারাঘাত। তিনি এও বলেন, এই যে সামান্য পিয়াজ। এটা আমাদের বাজারকে অস্থিতিশীল করে তোলে। পিয়াজের আচমকা রপ্তানী বন্ধের কারণে আমাদের সোনালী অধ্যায়ের অবনমন হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status