বাংলারজমিন

শিবপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা ভোটার বাতিলের রায় আপিলে বহাল

নবীনগর প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৫:২৩ পূর্বাহ্ন

নবীনগরের শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি শাহিন সরকার ও সদস্য আশরাফ হোসেন আকছিরের আজীবন দাতা ভোটারের তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় মামলার রায় শেষ পর্যন্ত অপরিবর্তিত রেখে অর্থাৎ পূর্বের রায় অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা ও আজীবন দাতা ভোটার সদস্যপদ বাতিল হয়ে যাওয়া রায়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রেখেছে। গত ২৪শে সেপ্টেম্বর আপিল বিভাগ এই রায়ের বিরুদ্ধে আবেদনটি খারিজ করে দেয়। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি, বিচারপতি মোঃ নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান সহ মোট চারজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চের মাধ্যমে এই রায় অপরিবর্তিত রাখেন। গত বছর শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভপতি শাহীন সরকার ও সদস্য আশরাফ হোসেন আকছির এর বিরুদ্ধে অভিযোগ ওঠেছিল ক্ষমতায় থাকাকালে অবৈধভাবে প্রধান শিক্ষকের সাথে যোগসাজশে তারা দুজন বিদ্যালয়ের আজীবন দাতা ভোটার তালিকায় নিজেদের নাম চূড়ান্ত করেন। দাতা ভোটারের এই তালিকাটি দেখে এলাকাবাসী প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন। ফলে তৎকালীন শিবপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মুছা মিয়া ও তার কমিটির সদস্যবৃন্দ এই তালিকার তথ্য যাচাই-বাছাই করে পরে কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই দুজন দাতা ভোটারের রেজুলেশন করে বাতিল ঘোষণা করেন। মুসা মিয়ার কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে শাহিন সরকার এবং আশরাফ হোসেন আকছির আজীবন দাতা ভোটার বাতিল হওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গত বছরের ২৭শে জুন মামলা দায়ের করেন। এরপর গত ২৪শে জুলাই মামলার রায়ে তাদের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা ও তাদের আজীবন দাতা ভোটার সদস্যপদ বাতিল করে দেয়ার জন্য রায় প্রদান করা হয়। পরে শাহীন সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২৪শে সেপ্টেম্বর সেই আবেদন (সিভিল পিটিশন নং ২৮৭৪/২০১৯) আপিল বিভাগ থেকে খারিজ করে দেয়। ফলে এখন থেকে বিদ্যালয়ের বোর্ডের আজীবন দাতা ভোটার তালিকা থেকে তাদের নাম সরানোর জন্য বাধা রইল না। এই বিষয়ে হাজী মুসা মিয়া বলেন, আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে উচ্চ আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ায় আমি সহ অত্র এলাকার জনগণ অত্যন্ত সন্তুষ্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status