খেলা

ভিলিয়ার্সের ব্যাটে রানবন্যা, কোহলির আক্ষেপ

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১২:৫৪ অপরাহ্ন

উঠতি ক্রিকেটারদের বড় একটা অংশের আইডিয়ল বিরাট কোহলি। ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত এবি ডি ভিলিয়ার্সের মতো হওয়ার স্বপ্ন দেখেন বহু ক্ষুদে ক্রিকেটার। এবারের আইপিএলে হাসছে না কোহলির ব্যাট। তিন ম্যাচে করেছেন মাত্র ১৮ রান। অথচ আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান ভারত অধিনায়কের। অন্যদিকে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ভিলিয়ার্স ২২ গজে নেমেছেন আট মাস পর। বেঙ্গালুরুর হয়ে তিন ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন এই প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ৩০ বলে ৫১, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে করেছেন (১৮ বলে ২৮ রান) ও ২৪ বলে অপরাজিত ৫৫ রান। সোমবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে সুপার ওভারে জয়ের পর কোহিল বলেন, ‘আমি যদি এবি ডি ভিলিয়ার্সের মতো হতে পারতাম! দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থেকেও ও যেভাবে ব্যাটিং করছে, যে সব শট নিচ্ছে তা এককথায় অসাধারণ। বিপক্ষের বোলাররা যতই ভালো বল করুক, সেই জায়গা থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে ডি ভিলিয়ার্স। সমস্ত বিষয়কে ও খুব সহজ করে দেখে। খুব একটা ক্রিকেটও দেখে না। জীবনকে নিজের মতো করে উপভোগ করে। খেলার সময় নিজের শক্তিকে কাজে লাগায়। যে কোনও পরিস্থিতিতেও খুব শান্ত থাকে আর এটাই ওর সাফল্যের রসায়ন। ডি ভিলিয়ার্সের এই গুণগুলোই আমরা ওর থেকে শিখতে চাই।’

২০১১ থেকে ভিলিয়ার্সের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন কোহলি। দু’জনের যুগলবন্দিতে বেঙ্গালুরু জিতেছে অসংখ্য ম্যাচ। সোমবার ভিলিয়ার্সের ২৪ বলে অপরাজিত ৫৫ রানে ভর করেই ২০১ রানের বড় সংগ্রহ পায় বেঙ্গালুরু। দলকে বড় সংগ্রহে নিয়ে যাবার পাশাপাশি ব্যক্তিগত এক মাইলফলকে পৌঁছে যান এই প্রোটিয়া ব্যাটসম্যান। আইপিএল ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করেন সাড়ে চার হাজার রানের এলিট ক্লাবে। আইপিএলের গেল আসরেই ৪ হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন মি. ৩৬০ ডিগ্রি। আর চলতি আসরে যোগ দিলেন কোহলি-রোহিত শর্মাদের সঙ্গে সাড়ে চার হাজারি ক্লাবে। একই সঙ্গে এই তালিকার দ্বিতীয় বিদেশী খেলোয়াড় তিনি। সাড়ে চার হাজারি ক্লাবে প্রবেশ করা প্রথম বিদেশী খেলোয়াড় ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status