খেলা

ফেদেরারকে ছোঁয়ার মিশন সহজ জয়ে শুরু করলেন নাদাল

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:১৮ পূর্বাহ্ন

আর একটি গ্র্যান্ড স্লাম জিতলেই রাফায়েল নাদাল ছুঁয়ে ফেলবেন রজার ফেদেরারকে। ইনজুরির কারণে এবারের ফ্রেঞ্চ ওপেনে নেই ২০ গ্র্যান্ড স্লাম জয়ী সুইস কিংবদন্তি। ১৯ গ্র্যান্ড স্লামের মালিক নাদালের সামনে তাই সুযোগ ফেদেরারকে ছোঁয়ার। ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড ১২বারের চ্যাম্পিয়ন নাদাল প্রথম রাউন্ডে পেয়েছেন সহজ জয়। অবাছাই বেলারুশের ইগর জেরাসিমভকে নাদাল হারিয়েছেন ৬-৪, ৬-৪, ৬-২ গেমে।

ক্লে-কোর্টে এবার কঠিন পরীক্ষাই দিতে হবে নাদালকে। মে’তে আসরটি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বর-অক্টোবরে। প্যারিসের ঠান্ডা আবহাওয়া ও নতুন বলে খেলা হচ্ছে এবার। আসর শুরুর আগেই বল নিয়ে নিজের অসন্তোষ জানিয়েছিলেন নাদাল। ভারি বল এবং ধীর গতির ক্লে-কোর্টে তার সব চেয়ে বড় অস্ত্র ‘টপস্পিন’ সে ভাবে কাজ করবে না জেনে জেরাসিমভের বিপক্ষে ভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছিলেন নাদাল। আরও আগ্রাসী ভাবে খেলা। প্রতিপক্ষকে থিতু হওয়ার কোনও সুযোগ না দেওয়া। কৌশলটা দারুণ কাজে দিয়েছে নাদালের। রোলাঁ গাঁরোয় ২০০ দর্শকের সামনে সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডে আসরের শীর্ষ বাছাই। সহজ জয়ে নাদালের কন্ঠে স্বস্তি, ‘ইতিবাচক ভাবেই শুরু করতে চেয়েছিলাম। এ বারের রোলাঁ গাঁরোয় কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পরিবেশটাও বেশ কঠিন।’ দ্বিতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ম্যাকেনজ ম্যাকডোনাল্ড।

পুরুষ এককে তৃতীয় বাছাই ডমিনিক টিমও দাপটে শুরু করলেন। ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রিয়ান তারকা ৬-৪, ৬-৩, ৬-৩ হারান মারিন চিলিচকে। ২০১৪ সালে ইউএস ওপেন জেতা চিলিচকে হারানোর পর টিম বলেন, ‘দু’সপ্তাহের মধ্যে দুটি গ্র্যান্ড স্ল্যাম খেলতে হচ্ছে। এটা মনে হয় এর আগে কখনও হয়নি।’
ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় দিনে নজর কেড়েছে ইতালির লরেঞ্জো জুস্তিনোর ছয় ঘণ্টা পাঁচ মিনিটের লড়াই। যা ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় দীর্ঘতম ম্যাচ। লরেঞ্জো হারিয়েছেন ফ্রান্সের করেঁতেঁ মৌতেকে।

মেয়েদের এককে প্রথম রাউন্ডে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে সেরেনা উইলিয়মসকে। অবাছাই এবং বিশ্বের ১০২ নম্বর ক্রিস্টি অ্যানের বিপক্ষে ষষ্ঠ বাছাই সেরেনা জেতেন ৭-৬ (৭-২), ৬-০ গেমে। ৭২ মিনিট ধরে চলা প্রথম সেট জয়ের পর আর ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে সমস্যা হয়নি মার্গারেট কোর্টের সর্বাধিক ২৪ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছোঁয়ার সামনে থাকা সেরেনার। ম্যাচ শেষে এই মার্কিন তারকা বলেন, ‘সব ম্যাচ তো আর নিখুঁত খেলা যায় না। সব পয়েন্ট, সব শট জিতব এ রকম নাও হতে পারে। নিজেকে সেটাই বোঝাই। যাতে চাপটা কম থাকে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status