ভারত

পেশোয়ারে রাজ কাপুর, দিলীপ কুমারের বাড়ি রক্ষা করতে অধিগ্রহণ করল পাকিস্তান সরকার

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০২০-০৯-২৯

ভারতের সঙ্গে সম্পর্ক যতই বৈরিতার হোক, দুই কিংবদন্তী ভারতীয় অভিনেতার পাকিস্তানে অবস্থিত সাবেক বাড়ি প্রোমোটারদের হাত থেকে বাঁচাতে অধিগ্রহণ করল পাক সরকার। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পেশোয়ার শহরে অবস্থিত রাজকাপুর ও দিলীপ কুমারের জন্মভিটে বাঁচাতে পাকিস্তান সরকারের এই উদ্যোগের পেছনে আছে দুই তারকার ফ্যান প্রধানমন্ত্রী ইমরান খানের প্রয়াস।
 
পেশোয়ার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কাপুর হাভেলি তৈরি হয় ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে। রাজকাপুরের পিতামহ দেওয়ান বাসিয়ারলাল কাপুর এই হাভেলি বানিয়েছিলেন। ৯০-এর দশকে বাবার জন্মস্থান দেখতে এসে রণধীর ও ঋষি কাপুর পাক সরকারকে অনুরোধ করেছিলেন, বাড়িটিতে জাদুঘর করার জন্য। খাইবার পাখতুনখাওয়া সরকার তখন সেই অনুরোধ রাখেনি। সম্প্রতি বাড়ির বর্তমান মালিক আলি কদর একটি শপিং মল সংস্থাকে ২০০ কোটি টাকায় কাপুর হাভেলি বিক্রি করার উদ্যোগ নিতেই নড়েচড়ে বসে পাক সরকার।
 
পেশোয়ারে দিলীপ কুমারের বাড়িটির বয়স ১০০ বছর পেরিয়েছে। দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। ভারত ভাগের সময় কাপুর ও খান পরিবার পাকিস্তান ছেড়েছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status