বাংলারজমিন

ওসমানী মেডিকেলে প্রধানমন্ত্রীর জন্মদিন কেক কেটে উদযাপন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৬:৪২ পূর্বাহ্ন

 বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে কেক কেটে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহযোগী অধ্যাপক ডা. আর কে এস রয়েল, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আলাল, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. আফসার উদ্দিন, সেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমেদ চৌধুরী, নার্সিং ইন্সট্রাক্টর সুমা রানী দত্ত।
বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনএ ওসমানী হাসপাতাল শাখার উপদেষ্টা মো. জসিম উদ্দিন সরকার ও মো. গোলাম রব্বানী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সহ সভাপতি নজরুল ইসলাম বাবুল, মো. সিরাজুল ইসলাম, ভ্রান্তি বালা দেবী, খাদিজা আক্তার, জুবেদা খানম, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, সিলেট নার্সিং কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি নুরুজ্জামান আতিক, সাধারণ সম্পাদক মন্দিরা জয়া, সহ সভাপতি মঈন আল শ্রাবন, কোষাধ্যক্ষ লায়লা আক্তার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক দৃষ্টি সিনহা, সহকারী প্রচার সম্পাদক মুক্তা তাসনিম, সদস্য মোজাম্মেল হোসাইন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ৩য় শ্রেনী কর্মচারী কল্যান সমিতির সভাপতি মো. আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিব, ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যান সমিতির সভাপতি মো. আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. এবাদুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status