বাংলারজমিন

পাবনা-৪ উপনির্বাচনে নৌকার জয়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৮:৪১ পূর্বাহ্ন

পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গতকাল সকালে পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, নৌকা মার্কা নিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ২ লাখ ৩৯ হাজার ৯০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিএনপি এ ভোট বর্জন করলেও ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৫৪৮ ভোট এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকে ৩ হাজার ১৫৮ ভোট পড়েছে বলে জানান তিনি। এ আসনে ৩ লাখ ৮১ হাজার ১১২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫০ হাজার ৬৮৪ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ২ হাজার ৭১টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রেখে ঈশ্বরদীর ৮৪টি এবং আটঘরিয়ার ৪৫টি মোট ১২৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল করিম প্রার্থী ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status