বাংলারজমিন

মানববন্ধনে এমসি কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে গ্রেপ্তারের দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৮:৪০ পূর্বাহ্ন

সিলেট এমসি কলেজের হোস্টেলে গৃহবধূকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটি। গতকাল দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে কলেজ বন্ধ থাকাকালীন সময়ে এমসি কলেজ হোস্টেলে সন্ত্রাসী, ছিনতাইকারী ও ধর্ষণকারীদের নিরাপদে থাকার সুযোগ করে দেয়ার জন্য এমসি কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়ার দাবি করেন।
বক্তারা বলেন, যে এমসি কলেজ ছিল আমাদের গর্ব করার জায়গা সেখানে আজ বদরুলের চাপাতি আর রবিউল, সাইফুর, তারেক, মাহবুবুর, অর্জুন, মাহফুজের গণধর্ষণে কলঙ্কিত হয়েছে এমসি কলেজ। তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এ জঘন্য কাজের সঙ্গে সুনামগঞ্জের দু’জন জড়িত রয়েছে তাদের অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। নতুবা সুনামগঞ্জের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট হোসেন তওফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার, সহ-সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status