অনলাইন

ভিন্নষড়জ এর আলোচনায় বক্তারা-

প্রাতিষ্ঠানিক শিক্ষার সব স্তরে শিল্পকলার অন্তর্ভূক্তি সময়ের দাবি

স্টাফ রিপোর্টার

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৪:২৭ পূর্বাহ্ন

শেকড় থেকে শিখরে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিল্পকলার ভূমিকা শীর্ষক আন্তর্জাতিক আলোচনার আয়োজন করেছে ভিন্নষড়জ বাংলাদেশ নামক একটি সংগঠন। শনিবার সন্ধ্যায় অনলাইনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। ভিন্নষড়জ এর প্রতিষ্ঠাতা এ কে এম কৌশিক আহমেদ এর সঞ্চালয় সভায় প্রধান অতিথি ছিলেন রবিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন।
অনুষ্ঠানে আলোচক ছিলেন, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.  সব্যসাচী সরখেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.  কুহেলী ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশিক সরকার। আলোচকদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্প-সংস্কৃতিক বিষয়ক বিভাগের অধ্যাপক।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ বিনির্মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিল্পকলাভিত্তিক সংগীত, নাট্যকলা, চারুকলা এবং নৃত্যকলা বিষয়গুলোর অন্তর্ভূক্তি সময়ের দাবি।
প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন আলোচকদের বক্তব্যে একমত পোষণ করে বলেন, শিল্পের প্রাতিষ্ঠানিক শিক্ষা ইতিমধ্যে উচ্চশিক্ষায় অন্তর্ভূক্তি রয়েছে। বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব। তাই সর্বস্তরের ধীরে ধীরে শিল্পকলার বিভিন্ন বিষয় পড়ানো হচ্ছে আর হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status