বাংলারজমিন

আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের কাজে ধীরগতি জনদুর্ভোগ চরমে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:১৯ পূর্বাহ্ন

 নারায়ণগঞ্জের আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনে পাইপ স্থাপনের কাজের ধীরগতিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া থেকে পৌরসভা বাজারে আসার সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৩০ হাজারের মতো মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় এই এলাকার মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরদিকে পাইপ লাইন স্থাপন করতে গিয়ে সড়কের দুইপাশে অনেকের বসতবাড়ি-ঘর গর্তে ধসে পড়ছে। এতে অনেকেই ক্ষতির মুখে পড়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কে গর্ত করার আগে সলিং ব্যবস্থা গ্রহণ না করায় এই সমস্যা হয়েছে বলে জানা গেছে। অপরদিকে আড়াইহাজার পৌরসভা বাজারের নিউ মার্কেটের পেছনের অংশে পাইপ স্থাপনের কাজ শেষ হলেও এই রাস্তা চলাচলে অনুপযুক্ত হওয়ায় বাসিন্দাদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এই এলাকায় অনেক ব্যবসায় প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়েছে। তবে গলি এই রাস্তাটি আগামী দুই মাসের মধ্যে চলাচলের উপযুক্ত করা হবে আশ্বাস দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা। উপজেলা এলজিইডি’র আওতায় প্রপার্টি ডেভেলপমেন্ট (পিডিএ) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের টেন্ডার পেয়েছেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে পৌরসভা এলাকায় জলাবদ্ধতা নিরসনে পাইপ স্থাপনের এই কাজ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, এটি মেগা প্রকল্পের একটি অংশ বলে জানা গেছে। গতকাল সরজমিন দেখা গেছে, আড়াইহাজার পৌরসভার সীমান্তবর্তী দক্ষিণপাড়া সড়কের সেতু এলাকায় পাইপ স্থাপনের কাজ চলছে। তবে স্থানীয়রা জানান, সড়কে যানবাহন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিকল্প সড়ক বগাদী এলাকার স্টিল ব্রিজ ব্যবহার করতে গিয়ে মানুষ ও যানবাহনের অতিরিক্ত চাপে দিনভর ওই এলাকায় যানজট লেগে থাকছে। এতে ফতেপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ৩০ হাজারের মতো মানুষের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পায়ে হেঁটে কোনোরকম চলাচল করছেন। পাইপ স্থাপনের কাজে কোনো প্রকার নিরাপত্তা বেষ্টুনী না থাকায় গর্তে পড়ার ভয়ে মানুষ রাতে চলাচল করতে পারছে না। তিনি আরো বলেন, পাইপ স্থাপনের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির ফলে আমাদের ভোগান্তি বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার দাবি জানান তিনি। দক্ষিণপাড়া এলাকায় সামছুল হক জানান, যাতায়াতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে যানবাহন বন্ধ রয়েছে। পায়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে কৃষকদের উৎপাদিত পণ্য নিয়ে বাজারে যেতে কষ্ট হচ্ছে। অপরদিকে মাহমুদপুর ইউনিয়নের কাপড় ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, সড়কে পাইপ স্থাপনের কারণে গাড়ি বন্ধ থাকায় তার প্রতিষ্ঠানে উৎপাদিত কাপড় তিনি পরিবহনে করে নিতে পারছেন না। এতে তিনি লোকসানের মুখে পড়েছেন। তিনিও দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার দাবি জানান। আড়াইহাজার উপজেলা এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী সৈয়দ রেজাউল করিম বলেন, বসতবাড়ি-ঘর রক্ষায় সলিং ব্যবস্থা গ্রহণ করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইপ স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে। এতে কাজের গতি আপাতত কিছুটা কম। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট (পিডিএ)-এর প্রজেক্ট ম্যানেজার আমানউদ্দিন বলেন, করোনা পরিস্থিতির কারণে কয়েকদিন কাজ বন্ধ ছিল। লোক সংকটের কারণে কাজের গতি কিছুটা কম ছিল। তবে সড়কের দুই পাশের বসতবাড়ি যাতে গর্তে ধসে না পড়ে সলিং ব্যবস্থা করে কাজ করা হবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, পৌরসভা বাজারের নিউ মার্কেটের পেছনের রাস্তাটি আগামী দুই মাসের মধ্যে চলাচলের উপযুক্ত করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status