দেশ বিদেশ

বিয়ানীবাজার প্রেস ক্লাবের নির্বাচন

সভাপতি সজিব, সম্পাদক জয়নুল

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

২০২০-০৯-২৬

বিয়ানীবাজার প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সজিব ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক পদে মিলাদ মো. জয়নুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।  গত বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পৌর শহরের গোলাবিয়া পাবলিক লাইব্রেরিতে সরাসরি ভোটের মাধ্যমে সাংবাদিক সমাজ তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। সভাপতি সজিব ভট্টাচার্য বিয়ানীবাজারের ডাক পত্রিকার সম্পাদক এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম দৈনিক মানবজমিন, ইউএনবি’র স্থানীয় প্রতিনিধি এবং সাপ্তাহিক আগামী প্রজন্ম ও বিয়ানীবাজার কণ্ঠ ডট কমের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আমান উদ্দিন, কমিশনার খালেদ আহমদ এবং এডভোকেট আবুল কাশেম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। অবশিষ্ট পদে অন্যান্যদের কো-অপ্ট করা হবে। এদিকে বিয়ানীবাজার প্রেস ক্লাবের নতুন সভাপতি-সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন, আফছার খান সাদেক, বিএনপি’র সাবেক এমপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, মেয়র আব্দুস শুকুর, ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন ও রুকসানা বেগম লিমা, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status