বাংলারজমিন

পাঁচবিবিতে স্বেচ্ছাশ্রমে করা রাস্তার কাজ কাবিখা প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৭:৫১ পূর্বাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল-বড়াইল রাস্তার মাটি কাটার কাজ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে করলেও কাবিখার ৭.৩১০  টন গমের টাকা প্রকল্প সভাপতি এলাকার চেয়ারম্যান আলহাজ হবিবর রহমান আত্মসাৎ করেছে বলে জানা গেছে। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কয়েকবার অবগত করার পরও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রশ্ন দেখা দিয়েছে।
সরজমিন প্রকল্প এলাকায় গিয়ে জানা যায়, চলতি ২০১৯-২০২০ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় সড়াইল হতে বড়াইল ঈদগাহ মাঠ পর্যন্ত মাটি কাটার জন্য কাবিখার (সাধারণ) ৭.৩১০ টন গম বরাদ্দ দেয়া হয়। যার সরকারি মূল্য প্রতি টন ৩১,৩৭৯ (একত্রিশ হাজার তিন শত উনআশি) টাকা। এই প্রকল্পের টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে প্রকল্প সভাপতি উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ হবিবর রহমান আত্মসাৎ করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, উক্ত রাস্তাটির মাটি কাটার জন্য প্রকল্প বরাদ্দ হওয়ার আগেই এলাকাবাসী চলাচলের জন্য স্বেচ্ছাশ্রমে এই কাজটি করেছে। সরকারি নথি থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় এই প্রকল্পটি চলতি বছরের ২৩ মার্চ জেলা প্রশাসক কর্তৃক অনুমোদিত হয়। কিন্তু এলাকাবাসী জানায় গত ডিসেম্বর-জানুয়ারি মাসে আমন ধান কাটার পর মাটি কাটা হয়েছে। মাটি কাটায় অংশগ্রহণকারী বড়াইল গ্রামের মৃত রজব আলীর পুত্র তয়েজ উদ্দিন সরকার, সেকেন্দারের পুত্র নাজির হোসেন, মোকলেছের পুত্র শফিকুল, নুরনবীর পুত্র হাবিবসহ গ্রামবাসী, হাফেজ রবিউল ইসলাম, ছামিরুল ইসলামের স্ত্রী সালমা বেগম ছাড়াও ৪ দফায় অর্ধশতাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তাটির সংস্কারের প্রয়োজন দেখা দেয়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তাটিতে মাটি কাটে এবং নিজের বাড়ি থেকে চাল দিয়ে খিচুড়ি পাক করে খেয়েছে। এ সময়ে চেয়ারম্যান তার নিজস্ব লোক দিয়ে রাস্তার পাশের একটি গর্ত থেকে কিছু মাটি কেটে রাস্তায় দেয়। উক্ত মাটি কাটার কাজ স্থানীয়রাই স্বেচ্ছাশ্রমে করেছে। কাজ করার সময় শুধুমাত্র ৩ দিন দুপুরে এলাকার মেম্বারের উদ্যোগে খিচুড়ির জন্য গ্রাম থেকে ওঠানো চাল রান্না করতে সহযোগিতা করা হয়। তারা জানতো না পরবর্তীতে এই রাস্তার জন্য প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান হবিবর রহমান বলেন, তিনি রাস্তায় স্বেচ্ছাশ্রমে মাটি কাটার কথা স্বীকার করেন এবং নিজেও কিছু মাটি কাটার দাবি করেন। এ ব্যাপারে তথ্য নিতে যাওয়া সাংবাদিকদের নিউজ না করার জন্য তিনি ম্যানেজ করতে চেষ্টা করেন।
উল্লেখ্য, নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, উপজেলায় বিভিন্ন প্রকল্পের কাজ শুরুর আগে প্রকল্প এলাকায় প্রি-ওয়ার্ক ও পোস্ট ওয়ার্ক কাজ শেষে তদন্তের জন্য প্রকল্প কর্মকর্তা নিজে না গিয়ে তার ছোট ভাই সুলতানকে দিয়ে কাজ করান।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ শেফার সঙ্গে কথা বললে তিনি জানান, স্বেচ্ছাশ্রমে কাজ করার কথা তিনি জানেন না। আর প্রকল্প পাস হওয়ার আগে কাজ করার কোনো নিয়ম নাই। প্রকল্প পাসের আগে মাটি কাটা থাকলেও তা আমলে নেয়া হবে না। প্রকল্পের জন্য জামানত হিসেবে বিডি জমা নেয়া হয়েছে। কাজ শেষে তদন্ত পূর্বক বাকি বরাদ্দ  প্রদান করা হবে। তিনি আরো বলেন, আমার ভাই আমাকে মোটরসাইকেলে করে নিয়ে প্রকল্প এলাকায় যায় তাকে এসব কাজে পাঠানো হয় না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখবো। অনিয়ম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status