খেলা

‘সালাউদ্দিন ভাই ব্যর্থ হলে সাফে টানা তিনবার সভাপতি হতে পারতেন না’

স্পোর্টস রিপোর্টার

২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৭:২৩ পূর্বাহ্ন

আগামী ৩রা অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে ফুটবলাঙ্গনে। বিশেষ করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দুই পদে একাধিক প্রার্থী রয়েছেন। সভাপতি পদে কাজী মো. সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিক। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে আছেন বাদল রায়। অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীর প্রতিদ্বন্দ্বী সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। চার বছর আগের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন সালাম মুর্শেদী। এবার নির্বাচনে ভোটের লড়াইয়ের চ্যালেঞ্জ নিতে হচ্ছে বাফুফের বর্তমান সিনিয়র সহ-সভাপতিকে। গত বুধবার মানবজমিনের ফেসবুক লাইভে আব্দুস সালাম মুর্শেদী জানান, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী পদে শেখ মোহাম্মদ আসলামকে দুর্বল প্রতিপক্ষ ভাবছেন না তিনি।
টানা ১২ বছর বাফুফের মসনদে আছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিটি। এ সময়ে ফুটবল যতোটা না এগিয়েছে, তার চেয়ে বেশি পিছিয়েছে। দায় পড়েছে বর্তমান কমিটির সভাপতি কাজী সালাউদ্দিনের ওপর। নির্বাচন সামনে রেখে চারদিকে সালাউদ্দিনকে বয়কটের ডাক। যদিও বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন টানা ১২ বছর সালাউদ্দিনের রানিংমেট হিসেবে কাজ করা সালাম মুর্শেদী। তার মতে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক যখন বেশি হয়ে যায় তখন মানুষ হতাশ হয়ে পড়ে। সেই হতাশা থেকেই কিছু কিছু মানুষ সালাউদ্দিনের নামে কুৎসা রটাচ্ছে। সালাম মুর্শেদী বলেন, ‘সালাউদ্দিন ভাই যদি এতটাই ব্যর্থ হতেন তাহলে সরকার তাকে পছন্দ করতো না। এমনি সাফেও টানা তিনবার সভাপতি হতে পারতেন না।’
সিনিয়র সহ-সভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলামকে নিয়ে সালাম মুর্শেদী বলেন, ‘যেকোনো নির্বাচনী প্রতিযোগিতায় প্রতিপক্ষকে কঠিনভাবে নেয়া কিংবা শক্তিশালী ভাবাটাই উচিত। আমি মনে করি, সে শক্তিশালী প্রার্থী। তাকে (শেখ আসলাম) দুর্বল ভাবার কোনো সুযোগ নেই এবং আমি দুর্বল ভাবছিও না। আমি এটাও মনে করি যে সাংগঠনিকভাবে সংগঠন চালানো- শুধু খেলা নয়, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য- আমার ব্যক্তিগত জীবনে অবশ্য আমি অনেক দিন ধরেই বড় পদ-পদবি চালিয়ে আসছি। আমি বলবো যে সে যেহেতু উঁচুমানের খেলোয়াড় ছিল। নামি-দামি খেলোয়াড় ছিল। কাজেই তাকে সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই।’ সালাম মুর্শেদী আরো বলেন, ‘আমি এটুকু বলছি যে আমাদের যারা জেলা, বিভাগ, শিক্ষা-প্রতিষ্ঠান, ক্লাব যারা আছেন- আমি যে দায়িত্বে ছিলাম ১২ বছরে ১১টা খেলা কিন্তু হয়েছে। লীগ হয়েছে, চ্যাম্পিয়নশিপ লীগ হয়েছে। ফেডারেশন কাপ হয়েছে। বঙ্গবন্ধু কাপ, স্বাধীনতা কাপ হয়েছে। এগুলো আমরা কিন্তু সফলভাবে করেছি নিয়মিতভাবে। সেক্ষেত্রে ক্লাবগুলোর কিছুটা হলেও সমর্থন থাকবে। খেলোয়াড়দেরও থাকবে। কেননা খেলা হয়েছে বলেই তারা পয়সা পেয়েছে। তা না হলে পেতো না। এরইমধ্যে আমি কিন্তু নতুন মৌসুমের খেলার সময় ঘোষণা করে দিয়েছি। এটা খেলার জন্য ও খেলোয়াড়দের জন্য ভালো হয়েছে।’
কাজ করতে গেলে সমালোচনা নিতেই হবে, এ বাস্তবতা মানছেন আব্দুস সালাম মুর্শেদীও। তিনি বলেন, ‘যখন পরিবার চালান, সেখানে ব্যর্থতা থাকবে, সফলতা থাকবে। সব তো আর ঠিকঠাক করতে পারবেন না। উনাকে (কাজী সালাউদ্দিন) নিয়ে সব সময় একটা আলোচনা থাকে। কেননা উনি সংস্থার প্রধান। এটার একটা কারণ আছে। সেটা অস্বীকার করার কিছু নেই। তবে আমি মনে করি, আমরা যারা যাদেরকে নিয়ে পূর্ণ প্যানেল দিয়েছি, বিরোধিতায় যারা আছেন প্যানেলের দাবি করছেন, আপনারা তাকিয়ে দেখবেন কাদের কী অবস্থা সাংগঠনিকভাবে। তাদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে ৮ থেকে ১২ বছর ছিলেন। বাফুফেতে থাকাকালীন তারা কিন্তু সকল সুযোগ-সুবিধা নিয়েছে। এখন বাইরে গিয়ে বিরোধিতা করছে।’ গতবারের নির্বাচনেও সবাইকে নিয়ে সম্মিলিত পরিষদ গঠন করেছিলেন কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শেদীরা। এবারো সম্মিলিত পরিষদের ব্যানারে ২১ সদস্যের একটি পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন। পূর্ণ প্যানেল জয়যুক্ত হওয়ার প্রত্যাশায় আছেন তারা। সিনিয়র সহ-সভাপতি পদেও জয়ী হবেন বলে আশা সালাম মুর্শেদীর। তিনি বলেন, ‘আমি যে কাজগুলো করেছি জেলা, বিভাগ, ক্লাবের জন্য আমি আশা করি তারা ভোটের মাধ্যমে আমার কর্মকাণ্ডের মূল্যায়ন করবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status