কলকাতা কথকতা

কলকাতা কথকতা

শনিবার জি সারেগামাপা দিয়ে সঞ্চালনার জীবন শুরু করছেন আবির চট্টোপাধ্যায়

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ১০:০৯ পূর্বাহ্ন

শনিবার অভিনেতা, পর্দার ব্যোমকেশ বক্সি আবির চট্টোপাধ্যায় তার জীবনের নতুন ইনিংস শুরু করছেন। জি বাংলার সারেগামাপা রিয়ালিটি শো-তে এদিন থেকেই সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে আবিরকে। যীশু সেনগুপ্ত'র জায়গায় এলেন আবির। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। শনিবার তা বাস্তব চেহারা পাচ্ছে। বদলে যাচ্ছে সারেগামাপার বিচারক মণ্ডলীও। পুরনো বিচারকদের মধ্যে শ্রীকান্ত আচার্য থাকছেন। নেই শান্তনু মৈত্র ও মোনালি ঠাকুর। নতুন বিচারকদের দেখা যাবে সেই আসনে। এবার জি সারেগামাপার আকর্ষণ গুরু - শিষ্য পরম্পরা। তিনজন গুরু থাকছেন শো-তে, মনোময় ভট্টাচাৰ্য, রাঘব চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তী। ভার্চুয়াল অডিশন এর মাধ্যমে লক্ষাধিক অংশগ্রহণকারীর মধ্যে থেকে বর্তমান প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। করোনাকালে শো'র আচরণবিধিও পাল্টাচ্ছে। বদলে গেছে পার্কারসন টিমও। স্টার জলসার সুপার সিঙ্গার এর সঙ্গে পাল্লা দিতে জি বাংলার সারেগামাপা এখন তৈরি। টিআরপির লড়াইয়ে আবির না যীশু কে জেতেন তা দেখার এখন অপেক্ষা। যীশু এবং আবিরের ঘরানা একইরকমের। যীশুর বাবা প্রয়াত অভিনেতা উজ্জ্বল সেনগুপ্ত। আবিরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। দুজনের টক্কর কেমন হয় তা দেখার অপেক্ষায় এখন দর্শকরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status