খেলা

আইপিএলে ২০০ ছক্কার মাইলফলকে ‘হিট ম্যান’

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ৮:৪৭ পূর্বাহ্ন

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) ২০০ ছক্কার মাইলফলক ছুঁলেন রোহিত শর্মা। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। ৩ বাউন্ডারির সঙ্গে ৬ ছক্কা হাঁকান  ‘হিট ম্যান’ খ্যাত এ ওপেনার। তাতেই পৌঁছে যান ২০০ ছক্কার মাইলফলকে। ম্যাচে ৪৯ রানে জেতে তার দল।
রোহিতের আগে আইপিএলে দুশোর বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্রস সিং ধোনি। এদের মধ্যে ৩২৬ ছক্কা নিয়ে সবার উপরে ক্রিস গেইল।
২০০ ছক্কার ক্লাবে ঢোকার অপেক্ষায় আছেন সুরেশ রায়না (১৯৪), বিরাট কোহলি (১৯০), ডেভিড ওয়ার্নার (১৮১), শেন ওয়াটসন (১৮১), কাইরন পোলার্ড (১৭৭)। রায়না এবারই ছুঁতে পারতেন মাইলফলকটা। কিন্তু পারিবারিক কারণে ১৩তম আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।  
আইপিএলে সর্বাধিক ছক্কা
১. ক্রিস গেইল- ৩২৬ (১২৫ ম্যাচ)
২. ভিলিয়ার্স- ২১৪ (১৫৫ ম্যাচ)
৩. ধোনি- ২১২ (১৯২ ম্যাচ)
৪. রোহিত- ২০০ (১৯০ ম্যাচ)
৫. রায়না- ১৯৪ (১৯৩ ম্যাচ)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status