বিনোদন

আলাপন

বিয়ে করবো পাঁচ বছর পর- জোভান

মাজহারুল ইসলাম তামিম

২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৯:৩৩ পূর্বাহ্ন

চলতি সময়ের ব্যস্ত মডেল ও অভিনেতা ফারহান আহমেদ জোভান। টানা কয়েকটি নাটকে কাজ করে এখন খানিকটা বিরতি নিয়েছেন। সর্বশেষ নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘তুমি কি আমারই’ শিরোনামের একটি রোমান্টিক-কমেডি ধাঁচের গল্পের নাটকে অভিনয় করেছেন। এখানে জোভানের বিপরীতে আছেন তানজিন তিশা। এছাড়া 'ফ্ল্যাট মেইট ২' শিরোনামের আরেকটি নাটকেও অভিনয় করেছেন। কেন হঠাৎ আগের চেয়ে কাজ কমিয়ে দিয়েছেন? উত্তরে জোভান মানবজমিনকে বলেন, আসলে একই ধরনের কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি।  অনেক নির্মাতারা বোঝার চেষ্টা করছেন না যে দর্শকের রুচি পরিবর্তন হয়েছে। দর্শক এখন ভিন্নধর্মী কাজ দেখতে চায়। নতুন নতুন গল্প দেখতে চায়। এসব কারণেই একটু বেছে বেছে কাজ করছি। জোভান জানান সামনে একটা বড় ক্যানভাসের ওয়েব সিরিজে কাজ করবেন।  কিন্তু এখনই সেসব কাজ নিয়ে তেমন বলতে চাইলেন না।  তিনি বলেন, একটা ওয়েব সিরিজে কাজ করবো। সবকিছু কনফার্ম। কিছুদিন পরেই শুটিং শুরু করবো। বেশ বড় সরো একটা ওয়েব সিরিজ হচ্ছে এটি। সিনিয়র একজন নির্মাতাই এটি নির্মাণ করবেন। তবে ওয়েব সিরিজটির ব্যাপারে এখনই এর থেকে বেশি বলা যাবে না। কাজ শুরু হলে বিস্তারিত জানাতে পারবো। ধারাবাহিক নাটকে কাজ করছেন না? জোভান বলেন, ধারাবাহিকে এখন দর্শক কমে গেছে। তাই কাজ করছি না। এদিকে ছোট পর্দার বাইরে চলচ্চিত্রেও কাজ করেছেন জোভান। তবে বর্তমানে সিনেমায় কাজ করার কোনো আগ্রহ নেই তার। তিনি এ ব্যাপারে বলেন, এখন সিনেমা ভালো হচ্ছে। তবে আমার আগ্রহ নেই। অভিনয় নিয়ে সামনে কি  পরিকল্পনা? উত্তরে জোভান বলেন, কোনো পরিকল্পনাই নেই। যতই পরিকল্পনা করি না কেন কোনো কাজ হবে না।  দর্শক যা পছন্দ করবেন সেই ধরনের গল্পেই কাজ করতে হবে। সবশেষ বিয়ে নিয়েও মুখ খুললেন এ অভিনেতা। জোভান বলেন, সত্যি কথা বলতে, এখন প্রেম করছি, কিন্তু বিয়ে করবো অন্তত পাঁচ বছর পর। এখনও মনকে একটা জায়গায় স্থির করতে পারছি না। বিয়ের জন্য সময়টা উপযুক্ত মনে হচ্ছে না। এছাড়া পরিবার আমাকেই দেখতে হয়। আমার ছোট বোন আছে। ওর আগে বিয়ে দিতে হবে। তারপর নিজেকে নিয়ে ভাবা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status