বাংলারজমিন

নরসিংদীতে শ্রমিককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:২৮ পূর্বাহ্ন

নরসিংদী শহরে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনেই পাটকলের এক সাবেক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের নাম মো. রবিউল্লাহ (৪৪)। রোববার রাতে নরসিংদী পৌর শহরের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. রবিউল্লাহ কামারগাঁওয়ের আব্দুল জব্বারের ছেলে ও ইউএমসি জুটমিলের স্থায়ী শ্রমিক ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, মো. রবিউল্লাহর ছোট ছেলে টেক্সটাইল মিলের শ্রমিক সজীব (২০) ঘটনার দিন বিকালে স্থানীয় একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলার সময় বিকাল ৫টার দিকে রোহান (২০) নামের এক যুবকের সঙ্গে তার কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে সজীব বাড়িতে এসে কাজে চলে যায়। এরপর রাতে রোহান একটি চাপাতি নিয়ে উত্তেজিত অবস্থায় সজীবের বাড়িতে ঢুকে।

এ সময় সজীবকে না পেয়ে তার বাবা রবিউল্লাহর ঘাড়ে ও কপালে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ফুটবল খেলায় কথাকাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়। যার বিরুদ্ধে অভিযোগ ওই যুবককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status