বাংলারজমিন

পুরস্কার পেলেন রঞ্জু ও মুজিবুর মৌলভীবাজারে রাধীকা মোহন গোস্বামী স্মৃতি পদক-২০২০

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৯:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজারের প্রথিতযশা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রাধীকা মোহন গোস্বামী স্মরণে প্রদান করা হয়েছে রাধীকা মোহন গোস্বামী স্মৃতিপদক-২০২০। গতকাল দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব ভবনে এ পদক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ায় প্রথম স্থান অধিকারী প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রথম হওয়া এটিএন বাংলা টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন এর হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ। ইমজা মৌলভীবাজার এর সহযোগিতায় এবং রাধীকা মোহন স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরো ১৫ জনকে পুরস্কার, সার্টিফিকেট ও প্রতিযোগিতার বিচারকমণ্ডলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ইমজা সভাপতি শাহ অলিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ, প্রতিযোগিতার বিচারক বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, ডা. রস রঞ্জন গোস্বামী ও মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক। প্রতিযোগিতায় বিচারক ছিলেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার পান্ডে, একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান, ষাটের দশকের প্রবীণ সাংবাদিক  সৈয়দ নেসার আহমদ, সিলেটর প্রবীণ সাংবাদিক আল আজাদ, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদি ও প্রথম আলো মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন নিপু। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাধীকা মোহন স্মৃতি সংসদের সদস্য সচিব বিকুল চক্রবর্তী জীবনী পাঠ করেন ইমজার যুগ্ম  সাধারণ সম্পাদক আফরুজ আহমদ শুভেচ্ছা বক্তব্য দেন ইমজার নবনির্বাচিত সাধারণ সম্পাদক বকশি মিজবা উর রহমান, মৌলভীবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত ও রাধীকা মোহন গোস্বামীর পুত্র অধ্যাপক রজত গোস্বামী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status