খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি হকি

‘চেষ্টা থাকবে বড় দলকে হারানোর’

স্পোর্টস রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৯:০১ পূর্বাহ্ন

২০২১’র ১১ই মার্চ ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। মর্যাদার এই টুর্নামেন্টের আগে জানুয়ারিতে আছে যুব এশিয়া কাপ। জুনিয়রদের এই টুর্নামেন্টের আয়োজকও বাংলাদেশ। দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্ট সামনে রেখে ব্যস্ততা বাড়ছে হকি কর্মকর্তাদের। এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার শীর্ষ পাঁচ দল ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও জাপানের সঙ্গে খেলবে বাংলাদেশ । স্বাগতিক হিসেবে এই আসরে খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের। ঘরের মাঠের এই টুর্নামেন্টে বাংলাদেশ আন্ডারডগ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ হকি ফেডারেশন কোচের দায়িত্ব দিয়েছে মাহবুব হারুনকে। জাতীয় দলের দায়িত্ব পাওয়া এই কোচ জানিয়েছেন ঘরের মাঠে অনুষ্ঠিত এই আসরে তার লক্ষ্য থাকবে দর্শকদের আনন্দ দেয়া। জাতীয় হকি দলের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় এসে ২০০৬ সাল থেকে আছেন জাতীয় দলের সঙ্গে। পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতায় আবাহনী লিমিটেডের ডাগআউটেও থাকেন মাহবুব হারুন। তার আরও একটি পরিচয় আছে- ‘ক্রাইসিস ম্যান’! বিদেশি কোচ না থাকলেই ডাক পড়ে তার। এ নিয়ে অবশ্য কোনও আক্ষেপ নেই হারুনের। তার সরল স্বীকারোক্তি, ‘আমার চেয়ে বিদেশি কোচরা অনেক এগিয়ে থাকেন। তাই বিদেশি কোচ এলে অনেক সময় আমার জায়গা হয় সাইড লাইনে। এ নিয়ে আমার কোনও অভিযোগ নেই। দেশের স্বার্থে যখনই ডাক পড়ে, তখনই কাজ করে যাই। এবারও ফেডারেশন আমার নাম রেখেছে। আমি আগের মতোই কাজ করে যাব। জাতীয় দলের কোচ হওয়াটা সম্মানের।’ হারুনের খেলোয়াড়ি জীবন বর্ণাঢ্য। মিডফিল্ডার হিসেবে ১৯৮৯ থেকে ১৯৯৯ পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। মাঝে চার বছর ছিলেন অধিনায়ক। এছাড়া ঘরোয়া প্রতিযোগিতায় দাপট দেখিয়েছেন ১৯৮৬ থেকে ২০০২ পর্যন্ত। অ্যাজাক্স ও ভিক্টোরিয়ায় খেলেছেন এক মৌসুম করে। এছাড়া ক্যারিয়ারের বাকি সময়টুকু কেটেছে আবাহনীতে। ২০১৭ ও ২০১৮ সালে ঢাকায় এশিয়া কাপ ও ওমানে এশিয়ান গেমসের বাছাই পর্বে সবশেষ কোচের দায়িত্ব পালন করতে দেখা গেছে সাবেক এই মিডফিল্ডারকে। ঢাকার এশিয়া কাপে ষষ্ঠ হলেও এশিয়ান গেমসের বাছাইয়ে রানার্সআপ হয় । এছাড়া তার কোচিং ক্যারিয়ারে সাফল্য কম নয়। এর আগের এশিয়ান গেমস কিংবা এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশ সেরা হয়েছিল তার অধীনে। হারুন বলেন, ‘আমার অধীনে আগে দল সাফল্য পেয়েছে। আবার অল্পের জন্য দেখা গেছে শিরোপা ছুটে গেছে। আমি আমার মতো চেষ্টা করে গেছি।’ মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও আশাবাদী এই কোচ, ‘এখন সিলেকশন কমিটি দল দেবে। তাদের নিয়ে হয়তো শিগগিরই অনুশীলন শুরু হবে। ঢাকার মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার শীর্ষ পাঁচ দল থাকবে। ভারত-পাকিস্তানের মতো দলের সঙ্গে পেরে ওঠা কঠিন হবে। চেষ্টা থাকবে বড় দলকে হারিয়ে যত উপরের দিকে ওঠা যায়। তবে অনুশীলন শুরু না হলে নিরেট কিছু বলা কঠিন। লীগ হলে ভালো হতো। খেলোয়াড়রা ভালো ফর্মে থাকার সুযোগ পেতো। এখন আগের যে তালিকা আছে সেখান থেকে হয়তো খেলোয়াড় ডাকবে সিলেকশন কমিটি। এছাড়া ওই সময় অনূর্ধ্ব-২১ দলের প্রতিযোগিতা শেষ হবে। সেখান থেকে খেলোয়াড় নেয়ার সুযোগ আছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status