বাংলারজমিন

মৌলভীবাজারে উপ-নির্বাচন

আগাম প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

ইমাদ উদ দীন, মৌলভীবাজার থেকে

১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৮:২৯ পূর্বাহ্ন

উপ-নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় বসে নেই প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীরা যে যার মতো ছুটছেন দলীয় মনোনয়ন পেতে। ভোটার, দলের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণে চালাচ্ছেন নানা তদবির ও কৌশল। তবে যাদের জন্য এই নির্বাচনের আয়োজন সেই ভোটাররা অনেকটাই নিশ্চুপ। তারপরও থেমে নেই প্রার্থীদের আগাম প্রচার-প্রচারণা। মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান ১৮ই আগস্ট মৃত্যুবরণ করেন। আসনটি শূন্য হলে প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি ৬ই সেপ্টেম্বর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। এরপর ১৪ই সেপ্টম্বর নির্বাচন কমিশন ২০শে অক্টোবর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালালেও তারিখ ঘোষণার পর থেকে মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা। দলীয় প্রার্থীর পাশাপাশি রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। তবে দলীয় প্রার্থীর তালিকায় এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, গেল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী, সাবেক ব্রিটিশ কাউন্সিলর, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী, জেলা আওয়ামী লীগ নেতা এমএ রহিম (সিআইপি)। রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী আলহাজ মো. মিছবাহুর রহমান। সাবেক জাতীয় সংসদ সদস্য, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিণী, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দা সায়েরা মহসীন। মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জাতীয় পরিষদ সদস্য মো. ফিরুজ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাবেক পুলিশের এআইজি বজলুল করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার। জেলা যুবলীগের সভাপতি ও সদ্য প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের ভাতিজা মো. নাহিদ আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান বাবুল। এছাড়া রয়েছেন গেল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বী জেলার আলোচিত নেতা সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান বিকল্পধারার কেন্দ্রীয় নেতা এমএম শাহীন। জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ সৈয়দ শাহাব উদ্দিন আহমদ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে যাদের নাম শোনা যাচ্ছে। গেল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বী গণফোরামের সাবেক জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, সাংবাদিক এমএ মোহিত, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সোহেল আহমদ। তবে বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোটসহ অন্যান্য সংগঠনের কাউকে প্রার্থী হিসেবে প্রচারণা চালাতে এখন পর্যন্ত দেখা যায়নি। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে মৌলভীবাজারের ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে ৯৪৩ জন নির্বাচকমণ্ডলীর সদস্য (ভোটার) রয়েছেন। চেয়ারম্যান একজন, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে গঠিত জেলা পরিষদ।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচকমণ্ডলীর সদস্য ও সীমানা নির্ধারিত ওয়ার্ডের তালিকা: ১ নং ওয়ার্ড: ১. উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ২. দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ৩. নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ৪. বড়লেখা ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ৫. বড়লেখা পৌরসভা। এই ওয়ার্র্র্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২ জন ও পৌরসভায় ১৩ জন, মোট ৬৫ জন। ২ নং ওয়ার্ড: ১. দাসের বাজার ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ২. তালিমপুর ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ৩. বর্ণি ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ৪. দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ, বড়লেখা। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২ জন ও চেয়ারম্যান উপজেলা পরিষদ বড়লেখা ১ জন, মোট ৫৩ জন। ৩ নং ওয়ার্ড: ১. সুজানগর ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ২. দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ৩. পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ, জুড়ী। ৪. ফুলতলা ইউনিয়ন পরিষদ, জুড়ী। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২ জন মোট ৫২ জন। (১, ২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য ওয়ার্ড। নির্বাচকমণ্ডলীর সংখ্যা ১৭০ জন)। ৪ নং ওয়ার্ড: ১. জায়ফরনগর ইউনিয়ন পরিষদ, জুড়ী। ২. গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ, জুড়ী। ৩. সাগরনাল ইউনিয়ন পরিষদ, জুড়ী। ৪. ফুলতলা ইউনিয়ন পরিষদ, জুড়ী। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২ জন ও চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী ১ জন, মোট ৫৩ জন। ৫ নং ওয়ার্ড: ১. ভূকশিমইল ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ২. ভাটেরা ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ৩. বরমচাল ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ৪. জয়চণ্ডী ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ৫. কাদিপুর ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৬৫ জন ও চেয়ারম্যান উপজেলা পরিষদ, কুলাউড়া ১ জন। মোট ৬৬ জন। ৬ নং ওয়ার্ড: ১. কুলাউড়া ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ২. রাউতগাঁও ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ৩. কর্মধা ইউনিয়ন পরিষদ, কুলউড়া। ৪. পৃত্থিমপাশা ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ৫. কুলাউড়া পৌরসভা। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২ জন ও পৌরসভায় ১৩ জন, মোট ৬৫ জন। (৪.৫.৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য ওয়ার্ড। নির্বাচকমণ্ডলীর সংখ্যা ১৮৪ জন)। ৭ নং ওয়ার্ড: ১. শরীফপুর ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ২. হাজীপুর ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ৩. টিলাগাঁও ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ৪. ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ৫. কামারচাক ইউনিয়ন পরিষদ, রাজনগর। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৬৫ জন মোট ৬৫ জন। ৮ নং ওয়ার্ড: ১. রাজনগর ইউনিয়ন পরিষদ, রাজনগর। ২. পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ, রাজনগর। ৩. ফতেপুর ইউনিয়ন পরিষদ, রাজনগর। ৪. মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ, রাজনগর। ৫. উত্তরভাগ ইউনিয়ন পরিষদ, রাজনগর। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৬৫ জন ও রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ১জন, মোট ৬৬ জন। ৯ নং ওয়ার্ড: ১. টেংরাবাজার ইউনিয়ন পরিষদ, রাজনগর। ২. মনসুরনগর ইউনিয়ন পরিষদ, রাজনগর। ৩. আখাইলকুড়া ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। ৪.চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। ৫. একাটুনা ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৬৫ জন, মোট ৬৫ জন। (৭. ৮. ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য ওয়ার্ড। নির্বাচকমণ্ডলীর সংখ্যা ১৯৬ জন)। ১০ নং ওয়ার্ড: ১. খলিলপুর ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার। ২. মনুমুখ ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। ৩. কামালপুর ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। ৪. কনকপুর ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। ৫. মৌলভীবাজার পৌরসভা। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২ জন ও পৌরসভায় ১৩ জন, মোট ৬৫ জন। ১১ নং ওয়ার্ড: ১. আপার কাগাবলা ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। ২. আমতৈল ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। ৩. মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। ৪. নাজিরাবাদ ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। ৫. গিয়াসনগর ইউনিয়ন পরিষদ, মৌলভীবাজার সদর। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৬৫ জন ও চেয়ারম্যান উপজেলা পরিষদ মৌলভীবাজার ১ জন, মোট ৬৬ জন। ১২ নং ওয়ার্ড: ১. কালাপুর ইউনিয়ন পরিষদ, শ্রীমঙ্গল। ২. মির্জাপুর ইউনিয়ন পরিষদ, শ্রীমঙ্গল। ৩. শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ, শ্রীমঙ্গল। ৪. সাতগাঁও ইউনিয়ন পরিষদ, শ্রীমঙ্গল। ৫. শ্রীমঙ্গল পৌরসভা। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২ জন ও পৌরসভায় ১৩ জন, মোট ৬৫ জন। (১০.১১.১২ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য ওয়ার্ড। নির্বাচকমণ্ডলীর সংখ্যা ১৯৬ জন)। ১৩ নং ওয়ার্ড: ১. ভূনবীর ইউনিয়ন পরিষদ, শ্রীমঙ্গল। ২. সিন্দুর খান ইউনিয়ন পরিষদ, শ্রীমঙ্গল। ৩. আশিদ্রোন ইউনিয়ন পরিষদ, শ্রীমঙ্গল। ৪. রাজঘাট ইউনিয়ন পরিষদ, শ্রীমঙ্গল। ৫. কালীঘাট ইউনিয়ন পরিষদ, শ্রীমঙ্গল। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৬৫ জন ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ১ জন, মোট ৬৬ জন। ১৪ নং ওয়ার্ড: ১. কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ, কলগঞ্জ। ২. মাধবপুর ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ। ৩. ইসলামপুর ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ। ৪. আদমপুর ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ। ৫. কমলগঞ্জ পৌরসভা। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২ জন ও পৌরসভায় ১৩ জন, মোট ৬৫ জন। ১৫ নং ওয়ার্ড: রহিমপুর ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ। ২. শমসেরনগর ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ। ৩. আলীনগর ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ। ৪. মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ। ৫. পতনঊষার ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ। এই ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর সংখ্যা ইউনিয়নে ৬৫ জন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ১ জন, মোট ৬৬ জন। (১৩.১৪.১৫ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য ওয়ার্ড। নির্বাচকমণ্ডলীর সংখ্যা ১৯৭ জন)।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status