শিক্ষাঙ্গন

স্থানীয় শাসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নারীর ক্ষমতায়ন বাড়িয়েছে-ড. প্রণব কুমার পান্ডে

মো.জয়নাল আবেদিন

৫ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

যেসব জায়গায় স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এক সাথে কাজ করে। সেখানে স্থানীয় মানুষের জীবন মানের পরিবর্তনের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের স্থানীয় পর্যায়ে বেশিরভাগ মানুষ জানে না তাদের অধিকার কি? এক্ষেত্রে বেসরকারি সংগঠনগুলো স্থানীয় জনগণকে সচেতন করে তুলছে এবং পরবর্তীতে তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসছে।
‘বাংলাদেশের স্থানীয় শাসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভুমিকা’ শীর্ষক আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের নিয়মিত আয়োজনে ওয়েবনারের ২৬তম পর্বে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে।

তিনি আরো বলেন, আবার স্থানীয় পর্যায়ে এধরনের বেশিরভাগ কাজগুলো বেসরকারি সংগঠনগুলোর প্রজেক্ট এবং বিদেশী সাহায্য নির্ভর। সেক্ষেত্রে যখন প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে বা বিদেশী সাহায্য বন্ধ হয়ে যাচ্ছে তখন ওই জায়গায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের এক সাথে কাজও বন্ধ হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে কাজ করতে হবে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর করার জন্য এবং তাদের কার্যক্রমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে বলে মত দেন তিনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় ওয়েবনারটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status