শিক্ষাঙ্গন

নোবিপ্রবি ভিসিকে সপরিবারে হত্যার হুমকি

নোবিপ্রবি প্রতিনিধি

৩ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৭:৩২ পূর্বাহ্ন

অপরিচিত নম্বর থেকে ফোন কলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলমের কাছ থেকে চাঁদা দাবী করা হয়। এসময় টাকা দিতে অসম্মতি জানালে তাকে স্বপরিবারে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আজ বৃহস্পতিবার ভিসি প্রফেসর ড.মোঃ দিদার-উল-আলম মানবজমিনকে উক্ত ঘটনা জানিয়েছেন। তিনি বলেন, গত ১৮ই আগস্ট (মঙ্গলবার)  ০১৮২৬৭৫২৬১৪ নম্বর থেকে ফোন কলে নিজেকে সর্বহারা জলদস্যু নেতা মহিউদ্দিন পরিচয় দিয়ে আমার কাছ চাঁদা দাবী করেন। এসময় টাকা দিতে অস্বীকার করলে মহিউদ্দিন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শেষে সপরিবারে হত্যার হুমকি দেয়। ড. মোঃ দিদার-উল -আলম আরো বলেন, এ ঘটনায় নিরাপত্তার জন্য ধানমন্ডি মডেল থানায় তাৎক্ষণিক একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি জীবননাশের হুমকি প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

এছাড়া ভিসি বলেন, ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া ফোন ট্র্যাকিং করে জানতে পেরেছেন এই নম্বরটি ঢাকার পল্লবী থানার নেটওয়ার্কের অধীনে রয়েছে। তবে এ পর্যন্ত দোষীদের সাব্যস্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এই ঘটনার কিছু দিন পরেই গত মঙ্গলবার (১ই সেপ্টেম্বর) নোবিপ্রবি ভিসির ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। তার আইডি থেকে পরিচিত কয়েকজনকে ইনবক্সে ম্যাসেজ দিয়ে (০১৮৮৯৬৭৭২৬৪) উক্ত নম্বরের বিকাশে ২ হাজার টাকা পাঠাতে বলা হয়েছে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে আইডি হ্যাকের বিষয়টি জানিয়ে উক্ত আইডির ম্যাসেজ এড়িয়ে যেতে অনুরোধ করেন ভিসি। এবং  মান ক্ষুন্ন করায় তার ব্যক্তিগত সচিব আবু জুবায়ের নোয়াখালীর সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status