শিক্ষাঙ্গন

করোনায় আক্রান্ত ববির পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর বন্ধ ঘোষণা

ববি প্রতিনিধি

১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৩৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা সাজ্জাদ উল্লাহ মোঃ ফয়সাল। বর্তমানে তিনি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

 মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেরনিয়াবাত এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে অনিবার্য কারণবশত বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছে।

রফিকুল ইসলাম আরো জানান, এর আগে ২৭শে আগস্ট বৃহস্পতিবার মোঃ ফয়সাল করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে (শেবাচিম)। পরদিন শেবাচিমে স্থাপিত আরটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি করোনা পজিটিভ হন।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান রফিকুল ইসলাম।

অন্যদিকে ৩১শে আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোঃ মুহসিন উদ্দিন সাক্ষরিত এক নোটিশে জানা যায়, অনিবার্য কারণবশত ৩১শে আগস্ট থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর বন্ধ থাকবে৷ এই সময়ে সংশ্লিষ্ট দপ্তরের সকলকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্যও পরামর্শ দেয়া হয়েছে নোটিশে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status