খেলা

জকোভিচের ‘ইয়েস’ আন্দ্রেস্কুর ‘নো’

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০২০, শনিবার, ৮:১৪ পূর্বাহ্ন

আগেই জানা গিয়েছিল এবারের ইউএস ওপেনে খেলবেন না রজার ফেদেরার, রাফায়েল নাদালের মতো শীর্ষ তারকারা। এ তালিকায় যুক্ত হলো শিরোপাধারী বিয়ানকা আন্দ্রেস্কুর নাম। ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন কানাডিয়ান এ তারকা। গতবারের নারী একক শিরোপাজয়ী আন্দ্রেস্কু গতকাল বলেন, ‘খেলার মতো  প্রস্তুতি নেই আমার। আমি আমার ফিটনেসের উন্নতির জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। সবশেষ ইউএস ওপেন জয়টা আমার ক্যারিয়ারের সেরা অর্জন  এবয় আমি এবার এটা মিস করবো। তবে কোভিড মহামারিতে শীর্ষ পর্যায়ে খেলার মতো ফিট নই আমি।’
তবে এবারের ইউএস ওপেনে দেখা যাবে পুরুষ টেনিসের নাম্বার ওয়ান নোভাক জকোভিচকে। নিউ ইয়র্কে দর্শকবিহীন ফ্লাশিং মিডোয় আগামী ৩১শে আগস্ট শুরু হবে এবারের ইউএস ওপেন। করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্র। মহামারির মধ্যেও ইউএস ওপেন আয়োজন করায় সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন। আসর থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। খেলবেন না মেয়েদের নাম্বার ওয়ান অ্যাশলে বার্টিও। হাঁটুতে অস্ত্রোপচার করায় অংশ নেবেন না রজার ফেদেরার। জকোভিচ খেলবেন কি না তা নিয়েও ছিল সংশয়। ৩৩ বছর বয়সী এই টেনিস তারকা নিজেই সুখবর দিয়েছেন আয়োজকদের। ১৭ গ্র্যান্ড স্লামজয়ী সার্বিয়ান তারকা টুইটারে লিখেছেন, ‘এবারের ইউএস ওপেনে আমি থাকছি। যদিও সিদ্ধান্তটি সহজ ছিল না। ইউএস ওপেনে অংশগ্রহণ নিশ্চিতের পর স্বস্তি বোধ করছি। কোর্টে ফিরতে পারার রোমাঞ্চও ছুঁয়ে যাচ্ছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status