ভারত

ভারতীয় টেলিভিশনের টক শো প্রাণ নিল কংগ্রেস মুখপাত্রের, থানায় অভিযোগ দায়ের

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১৪ আগস্ট ২০২০, শুক্রবার, ৯:৩৪ পূর্বাহ্ন

লখনৌতে টেলিভিশনের একটি টক শোতে অংশ নেয়ার পরপরই মারাত্মক হার্ট অ্যাটাকে মৃত্যু হয় কংগ্রেসের মুখপাত্র রাজীব ত্যাগীর। তাঁর মৃত্যুর পরে লখনৌ এর হজরতগঞ্জ থানায় উত্তরপ্রদেশ কংগ্রেস এর পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে টক্সিক ডিবেট এর ঝাঁঝ এবং অযথা আক্রমণই কংগ্রেস বিধায়কের মনে এতটাই চাপ ফেলে যে তিনি হৃদরোগের শিকার হন। এফ আই আর এ বিজেপি'র মুখপাত্র সম্বিত পাত্রকে অভিযুক্ত করে বলা হয়েছে, সম্বিত পাত্র কংগ্রেস মুখপাত্রকে ফেক হিন্দু বলে বর্ণনা করে বেল্টের নিচে আক্রমণ করছিলেন। টিভির সঞ্চালক সম্বিত পাত্রকে থামানো দূরের  কথা তাকে উৎসাহিত করেছেন আরও আক্রমণ করতে। শো তে বিজেপি'র মুখপাত্র, আর এস এসের প্রতিনিধি এবং সঞ্চালকের ত্রিমুখী আক্রমণ রাজীব ত্যাগীর ওপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করে এবং শো'র পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। হজরতগঞ্জ থানা এফ আই আর গ্রহণ করে জানিয়েছে বিষয়টি নিয়ে তারা তদন্ত করবে। অন্যদিকে কেন্দ্রীয় কংগ্রেসের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে একটি লিখিত আবেদনে এই ধরনের টিভি মে ঠোক দো অনুষ্ঠান বন্ধ করার আর্জি জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status