বিশ্বজমিন

১৫২.৫ কোটি ডলারে মডার্নার ১০ কোটি টিকা কিনছে যুক্তরাষ্ট্র

মানবজমিন ডেস্ক

১২ আগস্ট ২০২০, বুধবার, ১০:২৭ পূর্বাহ্ন

মডার্নার কাছ থেকে করোনা ভাইরাসের ১০ কোটি ডোজ কেনার চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এ জন্য ওষুধ প্রস্তুতকারক ওই কোম্পানিকে মার্কিন সরকার পরিশোধ করবে ১৫২.৫ কোটি ডলার। এর মধ্যে রয়েছে সময়মত টিকা সরবরাহের প্রণোদনা। অপারেশন ওয়ার্প স্পিড ইনিশিয়েটিভের অধীনে মডার্নার কাছ থেকে এই টিকার আরও ৪০ কোটি ডোজ কিনবে যুক্তরাষ্ট্র। মডার্নার টিকার নাম দেয়া হয়েছে এমআরএনএ-১২৭৩। এর আগে ইউএস বায়োমেডিকেল এডভান্সড রিচার্স এন্ড ডেভেলপমেন্ট অথরিটি (বারডা) মোট ৯৫ কোটি ৫০ লাখ ডলার অর্থ সরবরাহ দিয়েছে মডার্নাকে। উল্লেখ্য, করোনার কার্যকর টিকা আবিষ্কারের দৌড়ে সামনের সারিতে আছে এই কোম্পানিটি। রেকর্ড সময়ের মধ্যে এই টিকা ক্লিনিক্যাল পরীক্ষায় পৌঁছেছে। করোনা ভাইরাসের জেনেটিক কোড পাওয়ার পর এই টিকা আনতে তাদের সময় লেগেছে মাত্র ৬৩ দিন। সেপ্টেম্বরে এর চূড়ান্ত দফার ক্লিনিক্যাল পরীক্ষা সম্পন্ন করার কথা রয়েছে। এর আগে প্রাথমিক পর্যায়ে মডার্নার টিকা ভাল ফল দেখিয়েছে। প্রথম দফার গবেষণার অন্তর্বর্তী বিশ্লেষণে দেখা গেছে, এই টিকাটি দ্রুত এবং শক্তিশালী রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status