প্রথম পাতা

করোনায় মৃত্যু ৩,৫০০ ছাড়ালো

স্টাফ রিপোর্টার

১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

 দেশে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছেই। সঙ্গে মৃত্যুর মিছিলও লম্বা হচ্ছে। করোনাভাইরাসের আপডেট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন বন্ধের দিনেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। আগের দিন ৩৩ জনের মৃত্যু হলেও সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫১৩ জনে। দেশে প্রথম করোনা রোগী ৮ই মার্চ শনাক্ত হলেও প্রথম মৃত্যু হয় ১৮ই মার্চ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৯৫ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। গতকাল করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৮৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয় ১৪ হাজার ৫৫০টি। পরীক্ষা হয় ১৪ হাজার ৭৫১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ দুই হাজার ৭৩৯টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন এবং মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৮৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩০ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৯ জন এবং বাসায় তিনজন। পুরুষ ৩৩ জন এবং  নারী ৯ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন দুই হাজার ৭৮২ জন, শতাংশের হিসাবে ৭৯ দশমিক ১৯ শতাংশ এবং নারী ৭৩১ জন, শতাংশের হিসাবে ২০ দশমিক ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় রয়েছে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ২৪ জন। একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে রয়েছেন। এ পর্যন্ত  মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৬৮১ জন, ৪৭ দশমিক ৮৫ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৮১৯ জন, ২৩ দশমিক ৩১ শতাংশ; রাজশাহী বিভাগে ২২৬ জন, ছয় দশমিক ৪৩ শতাংশ; খুলনা বিভাগে ২৭১ জন, সাত দশমিক ৭১ শতাংশ; বরিশাল বিভাগে ১৩৫ জন,  তিন দশমিক ৮৪ শতাংশ; সিলেট বিভাগে ১৬২ জন, চার দশমিক ৬১ শতাংশ; রংপুর বিভাগে ১৪১ জন, চার দশমিক শূন্য এক শতাংশ; ময়মনসিংহ বিভাগে ৭৮ জন, দুই দশমিক ২২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৬২ জন এবং ছাড় পেয়েছেন ৩৯২ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৫৯ হাজার ২০৭ জন আর ছাড় পেয়েছেন ৩৯ হাজার ৪৭৭ জন। এখন আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ৮১৫ জন এবং ছাড় পেয়েছেন এক হাজার ৮৭৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন চার লাখ ৩২ হাজার ৭০১ জন এবং ছাড় পেয়েছেন তিন লাখ ৮৪ হাজার ৯৭৩ জন। এখন কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৭২৮ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status