খেলা

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাতা প্রদান শুরু

স্পোর্টস রিপোর্টার

১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

এক হাজার একশ’ পঞ্চাশজন ক্রীড়াবিদকে দুই কোটি ৭৬ লাখ টাকার মাসিক ভাতা দিতে শুরু করেছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। যার অংশ হিসেবে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের ঢাকা জেলার ৮৫ জন অসচ্ছ্বল, আহত, অসমর্থ ক্রীড়াবিদের হাতে অনুদানের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল এমপি। ভাতা প্রদানের সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রথম দফায় আমরা এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা দিয়েছি। পরবর্তীতে আমরা আরও তিন  কোটি টাকা দেশের তৃণমূল পর্যায়ের প্রায় চার হাজার অসহায়, দুঃস্থ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের হাতে তুলে দেবো। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এজন্য আমরা উনার কাছে কৃতজ্ঞ। আমরা ওই টাকা স্থায়ী আমানত হিসেবে রেখে তার লভ্যাংশ থেকে খেলোয়াড় বা ক্রীড়া সংশ্লিষ্টদের সহযোগিতা করবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status