বাংলারজমিন

সীতাকুণ্ডের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৮:৩৯ পূর্বাহ্ন

 সীতাকুণ্ডের উপজেলা ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ও আওয়ামী লীগ নেতা মুনির আহমেদের বিরুদ্ধে পরিষদের পুকুরের চারপাশে বিভিন্ন প্রজাতি পুরনো সাবেক চেয়ারম্যানের লাগানো ৩০ বছর পূবের্র শতাধিক বড় বড় গাছ অবৈধভাবে কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সভাপতি এয়াকুবসহ ৭ জন মেম্বার মিলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু রায় বরাবরে এবং চট্টগ্রাম ডিসি অফিস ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এবং বনবিভাগ অধিদপ্তরসহ মোট ৫টি সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন গতকাল। বিভিন্ন সরকারি অধিদপ্তরে মেম্বারদের লিখিত অভিযোগে দেখা যায়, ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরের চারপাশে সাবেক চেয়ারম্যানদের লাগানো ৩০ বছরে পুরনো বিভিন্ন প্রজাতি প্রায় শতাধিক বড় বড় গাছ কয়েকদিন ধরে কেটে বিক্রি করে দিচ্ছে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ, একক ক্ষমতা বলে অবৈধভাবে সরকারি গাছগুলো বিক্রি করে দেন। এয়াকুব মেম্বার জানান, সরকারি নিয়ম অনুযায়ী গাছগুলো বিক্রি করতে হলে আটজন মেম্বারের সমন্বয়ে মিটিং করে টেন্ডার দিতে হয় এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ও পরিবেশ অধিদপ্তরে এবং বনবিভাগ থেকে অনুমিত নিতে হয়। কিন্তু চেয়ারম্যান একক ক্ষমতা বলে, গাছ কেটে বিক্রি করে ফেলছেন। উক্ত বিষয়ে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ মানবজমিনকে বলেন, আমি মেম্বারদের ষড়যন্ত্রের শিকার, সামনে নির্বাচনকে প্রভাবিত করার জন্য তারা আমার বিরুদ্ধে লেগেছে। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু রায় বলেন, গাছ কাটার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status