বাংলারজমিন

উদ্বোধনেই শেষ ‘কৃষক বাজার’র কার্যক্রম

ঝিনাইদহ প্রতিনিধি

১২ আগস্ট ২০২০, বুধবার, ৮:৩১ পূর্বাহ্ন

নিরাপদ সবজি সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মুল্য নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদপ্তর সারা দেশে ‘কৃষক বাজার’র চালু করে। এরই অংশ হিসেবে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলায় গত ২৮শে জুলাই উদ্বোধন করা হয় কৃষক বাজার। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ বাজারের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করবে জেলা কৃষি বিপণণ অধিদপ্তর। ওই দিন ফিতা কেটে বাজারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সরজ কুমার নাথ। সে সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ এলাকার কৃষক ও বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তাদের দেওয়া তথ্য মতে, সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক প্রতি সোম ও মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাদের জমিতে উৎপাদিত সবজি এই কৃষক বাজারে সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করবে। কিন্তু উদ্বোধনের পর থেকে আর একদিনও কৃষক বাজার চালু হয়নি। প্রতি সোম ও মঙ্গলবার বাজার হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টদের দ্বায়িত্বে অবহেলার কারণে বাজারে কৃষক আসছেন না বলে অভিযোগ করেছেন এই এলাকার ক্রেতাগণ। নতুন হাটখোলার বাজারের ঠিকাদার মো. মোকাদ্দেস হোসেন বলেন, ওই দিন উদ্বোধনের পর আর একদিনও কৃষক বাজার চালু হয়নি। বাজারে কোন কৃষক আসেনি বা বাজার চালুর বিষয়ে কোন কর্মকাণ্ড আমাদের চোখে পড়েনি। এলাকার সচেতন মহল বলছেন, জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান এই বাজারের দ্বায়িত্বে থাকলেও কার অবহেলার কারণে আলোর মুখ দেখেনি সরকারের মহতি এই উদ্যোগ। ভবিষ্যতে স্থায়ী অবকাঠামো নির্মাণ করে কৃষক বাজার চালুর কথা ভাবছে সরকার। কিন্তু ঝিনাইদহে যেন উদ্বোধনেই শেষ হয়েছে বাজারের সকল কার্যক্রম। এ ব্যাপারে জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান ঈদ আর ধান চাষের দোহায় দিয়ে বলেন, ঈদের কারণে বাজারে কৃষক আসায় কিছুটা সমস্যা হয়েছে। এছাড়াও কৃষক এখন পাট কাটা ও ধান চাষে ব্যস্ত রয়েছে। তাছাড়া সবজির উৎপাদন এখন কম তাই বাজারে কৃষক আসছে না। কয়েকদিনের মধ্যে এই বাজার আবার  চালু করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status