বাংলারজমিন

গণপিটুনিতে প্রহরীর মৃত্যু

মিঠাপুকুরের ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১২ আগস্ট ২০২০, বুধবার, ৮:৩০ পূর্বাহ্ন

গণপিটুনিতে শঠিবাড়ী বাজারের এক ব্যক্তির মৃত্যুর ঘটনার জেরে মিঠাপুকুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে। তবে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, প্রশাসনিক কারণেই ওসি জাফরকে পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়েছে।
জানা যায়, গত শনিবার শঠিবাড়ী বাজারে চুরির অভিযোগে নৈশপ্রহরী তসলিম উদ্দিনকে গণপিটুনি দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তসলিমের পূত্র ইয়াসিন বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় দু’জনকে গ্রেপ্তার করলেও, বাকি আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওসি জাফর আলী বিশ্বাসকে প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, উপর মহলের নির্দেশে ওসি জাফরকে পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, দোকান চুরি ও গণপিটুনির মামলা তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, মিঠাপুকুরের চুরি ও গণপিটুনির মৃত্যুর গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।   
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status