খেলা

আকবরদের উত্তরসূরি প্রস্তুত করতে প্রাথমিক ক্যাম্পে ৪৫ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৩:২৪ পূর্বাহ্ন

আকবর-রাকিবুলদের কল্যাণে বিশ্ব জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গত বছর তাদের হাত ধরেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা এসেছে। আকবরদের পালা শেষ। এবার ২০২২ বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-১৯ দল তৈরির মিশনে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্পের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডাক পেয়েছেন মোট ৪৫ ক্রিকেটার।
তিন ভাগে এই ৪৫ ক্রিকেটার ক্যাম্পে যোগ দেয়ার আগে দিতে হবে করোনা পরীক্ষা। বিসিবি তাদের মিরপুর শেরেবাংলাতে রেখেই কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ  করা হবে। যাদের পরীক্ষার ফল নেগেটিভ আসবে তারাই বিকেএসপিতে ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে পারবে। যদি কারো পজেটিভ আসে তাদের বিকল্প ক্রিকেটার ক্যাম্পে জায়গা মিলবে।

১৫-১৯ই আগস্ট যুবদলের করোনা পরীক্ষা করা হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। সেখানে জানানো হয়েছে আবাসিক ক্যাম্পের জন্য ঘোষিত প্রথমিক স্কোয়াডের ক্রিকেটরারকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে  থাকছেন ১৫ জন করে ক্রিকেটার।
এই ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফিটনেস ট্রেনিং দিয়ে ক্যাম্প শুরু হলেও শেষ হবে ৮টি ম্যাচ দিয়ে। সেখান থেকে বেছে নেয়া হবে ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল।

গ্রুপ-১
মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, মোঃ হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বাইজিদ মিয়া (রোমান), শাহরিয়ার আলম মোহহীন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ আশরাফুল হাসান রোহান ও হাসিব হাওলাদার।

গ্রুপ-২
অনিক চাকি, অনিক সরকার সেতু, ইমন আলী, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, মোহাম্মদ জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত ও আরাফাত ইসলাম।

গ্রুপ- ৩
সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন অহিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লাহ, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী সুমন, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মইনুল হাসান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status