বাংলারজমিন

নান্দাইলে ঈদ ভিজিএফ পায়নি ৭০০ উপকারভোগী, ইউনিয়ন পরিষদ সিলগালা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ১:২২ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দরিদ্রদের ১০ কেজি করে ভিজিএফ চাল থেকে ৭’শ উপকারভোগী বঞ্চিত হয়েছে। সরজমিনে জানা গেছে, চরবেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন ও ইউপি সচিব মাহবুব আলমের ক্ষমতার দ্বন্দে এই চাল বিতরণ বন্ধ হয়ে যায়। চরবেতাগৈর ইউনিয়নের জন্য ৪ হাজার ৩৮৭টি কার্ডের বিপরীতে ৪৩.৮৭০ মে.টন চাল বরাদ্দ ছিল। ইউপি সচিব চেয়ারম্যানকে না জানিয়ে ২৮শে জুলাই বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল হাশেম ও ইউপি সদস্য মজিবুর রহমানকে সাথে নিয়ে চাল বিতরণ শুরু করেন।
ইউপি চেয়ারম্যানের অভিযোগ চাল বিতরণের সময় তাকে জানানো হয়নি। তিনি ইউপি সচিবের বিরুদ্ধে ১৩১ বস্তা ভিজিএফ চাল বিক্রি করে দেয়ার অভিযোগ উত্থাপন করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ইউপি কার্যালয়ের গুদাম ১০২ বস্তা চালসহ সিলগালা করে রাখেন।   
ইউপি সচিব মো. মাহবুব আলম জানান, তিনি নিয়ম মেনে চাল বিতরণের সময় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নের্তৃবৃন্দের উপস্থিতিতে চাল বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান অহেতুক তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে চাল বিতরণ বন্ধ করে দেন।  
উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন জানান, এ বিষয়ে ময়মনিসংহ জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে যেভাবে নির্দেশনা আসবে, সেভাবেই কাজ করা হবে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status