অনলাইন

নারায়ণগঞ্জে মাস্ক না পড়ায় আইনজীবীসহ ১৪ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৭:৪৬ পূর্বাহ্ন

মরণঘাতি করোনাভাইরাসের প্রার্দুভাবে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার না করায় দুই আইনজীবীসহ ১৪ জনকে জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের জেলা প্রশাসনের ৫ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। তারা হলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, ফারজানা আক্তার, পলাশ কুমার দেবনাথ, কামরুল হাসান মারুফ ও নাছরিন আক্তার।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, সরকারি নিদের্শনা অনুযায়ী আদালতের কার্যক্রম শুরু করা হয়েছে এবং এ স্থানটিতে সব সময় লোকসমাগম হয়। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস সচেতনতা, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে দুপুরে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পড়ে খোলামেলা চলাচল করারঅপরাধে অ্যাডভোকেট আব্দুল মান্নান ও অ্যাডভোকে সুজন প্রধানসহ ১৪ জনকে ১০০ টাকা করে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন,  মানুষকে সচেতন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status