দেশ বিদেশ

বেগম ফজিলাতুন্নেছা মুজিব আমাদের জাতীয় চেতনার বাতিঘর

ওমর খালেদ রুমি

১০ আগস্ট ২০২০, সোমবার, ৯:০০ পূর্বাহ্ন

মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৩৮ সালে মাত্র ৮ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই মানুষটি পর্দার আড়ালে থেকে তার সারাটা জীবন বাংলার মানুষের কল্যাণ আর মুক্তির জন্য উৎসর্গ করে গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবের “মুজিব ভাই” থেকে “বঙ্গবন্ধু” হয়ে ওঠার যে নন্দিত গল্প তার প্রতিটি ভাঁজে ভাঁজে রয়েছে এই মহীয়সী নারীর ত্যাগ আর তিতিক্ষা। বলতে দ্বিধা নেই, বঙ্গবন্ধু যখন ছাত্র রাজনীতি করতেন তখন তিনি তার পিতৃসম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বঙ্গবন্ধুকে সাহায্য করতেন। জীবনের প্রতিটি জটিল বাঁকে যখনই বঙ্গবন্ধুর পথ হারানোর কিংবা বিভ্রান্ত হওয়ার মতো পরিস্থিতি এসেছে শক্ত হাতে হাল ধরেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। আফজাল হোসেন তার “বঙ্গমাতা বেগম মুজিব স্মরণে” লেখায় একথাগুলোই লিখেছেন,
“বঙ্গবন্ধুর ছাত্র রাজনীতি থেকে শুরু করে শাহাদাতবরণ পর্যন্ত ছায়ার মতো সকল কর্মকাণ্ডে পাশে ছিলেন বেগম মুজিব। স্বাধিকার থেকে স্বাধীনতা এবং পরবর্তী সময় দেশ গড়ার সংগ্রামে বেগম মুজিব অনেক কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। দেশমাতৃকার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তাঁর গহনা পর্যন্ত বিক্রি করেছেন।’’
১৯৪৬ সালে দাঙ্গার সময় বেগম মুজিব স্বামীকে চিঠিতে লিখেছেন, ‘আপনি শুধু আমার স্বামী হবার জন্য জন্ম নেননি, দেশের কাজ করার জন্য জন্ম নিয়েছেন। দেশের কাজই আপনার সবচাইতে বড় কাজ। আপনি নিশ্চিন্ত মনে সেই কাজে যান। আমার জন্য চিন্তা করবেন না। আল্লাহর উপর আমার ভার ছেড়ে দিন।’ ১৯৩০ সালে জন্মের হিসাবে বেগম মুজিবের বয়স তখন বড়জোর ১৬ বছর।
১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সেই ক্রান্তিকালের কথাই ধরা যাক না। সবাই যখন বঙ্গবন্ধুর প্যারোলে মুক্তি নিয়ে আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের পক্ষে বেগম মুজিব তখনও অনড় রইলেন তার নিঃশর্ত মুক্তির পক্ষে। অবশেষে তাই হয়েছিলো। তীব্র গণআন্দোলনের মুখে আইয়ুব সরকার তাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। আগরতলা ষড়যন্ত্র মামলাও তুলে নেয়া হয়। সেদিন তিনি জেলখানায় থাকা বঙ্গবন্ধুকে রাজনীতিতে আপোষ করলে ছেড়ে যাবার পর্যন্ত হুমকি দিয়েছিলেন।
বাংলার মানুষকে তিনি চিনতেন ও জানতেন। জানতেন বঙ্গবন্ধুর লক্ষ্য ও উদ্দেশ্য। তাই তার পক্ষে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতাকর্মীদের সঠিক সিদ্ধান্ত দেয়া সম্ভব হয়েছিলো। জেলগেট থেকে বঙ্গবন্ধুর কাছ থেকে নেতাকর্মীদের জন্য তিনি যেমন নির্দেশ নিয়ে আসতেন তেমনি বঙ্গবন্ধুকেও সমস্ত রাজনৈতিক পরিস্থিতি অবহিত করতেন। তার কারণেই, তার ধৈর্য্য আর ত্যাগের কারণেই, তার শ্রম আর নিষ্ঠার কারণেই ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িটি আওয়ামী লীগের অঘোষিত কার্যালয়ে পরিণত হয়েছিলো। আব্দুল গাফফার চৌধুরী তাই যথার্থই বলেছেন:
“মাথায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বহুদিনের আত্মগোপনকারী ছাত্রনেতা কিংবা রাজনৈতিক কর্মী অভুক্ত অস্নাত অবস্থায় মাঝরাতে এসে ঢুকেছেন বত্রিশের বাড়িতে, তাকে সেই রাতে নিজের হাতে রেঁধে মায়ের স্নেহে, বোনের মমতায় পাশে বসে খাওয়াচ্ছেন বেগম মুজিব। এই দৃশ্য একবার নয়, কতবার দেখেছি।’’
সারাটা জীবন যে নারী এই দেশ, এই মাটি, এই মানুষকে ভালোবেসে নিজের সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছিলেন, ভুলে গিয়েছিলেন নিজের নিজেকে, ঘাতকের বুলেট শেষ পর্যন্ত তাকেও ছাড়েনি। ১৫ই আগস্টের সেই কালো রাতে মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে এই মহীয়সী রমণীকে ঘাতকের হাতে প্রাণ দিতে হয়েছিলো। যে বাংলাকে তিনি ভালোবেসেছিলেন এতোটাই যে রাজনীতিতে আপোষ করলে তিনি বঙ্গবন্ধুকে ছেড়ে যাবার পর্যন্ত হুমকি দিয়েছিলেন সেই বাংলার মাটি তার রক্তে লাল হয়েছিলো।
আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাও প্রায় অর্ধ শতাব্দী হলো। এই দীর্ঘ সময়েও আমরা এই মহীয়সী নারীর ত্যাগের কোনো মূল্যায়নই করতে পারিনি। বর্তমান প্রজন্মকে জানাতেও ব্যর্থ হয়েছি পর্দার অন্তরালে থেকেও তিনি কীভাবে শেখ মুজিবকে হিমালয় তুল্য হতে সাহায্য করেছিলেন। কীভাবে আজীবন জেল জুলুম খাটা শেখ মুজিবের সংসার সামলেছেন। কীভাবে পার করেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কালীন ভয়াবহ পরিস্থিতিতে শেখ মুজিবহীন অসহায় দিনগুলো। তিনি তো জানতেনই না শেখ মুজিব বেঁচে আছেন না মরে গেছেন। পাকিস্তানিদের হাতে বন্দি হওয়ার আগের সময়টাতে কি অনিশ্চয়তার জীবন তাকে যাপন করতে হয়েছে আমাদের তা জানা উচিত। আশা করি আগামী দিনগুলোতে এ জাতি তার সঠিক মূল্যায়ন করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status