খেলা

মাঠে ফিরেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল

স্পোর্টস রিপোর্টার

৯ আগস্ট ২০২০, রবিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

মার্চে দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সেই থেকে এক দিনের জন্যও মাঠমুখো হননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ। বেশ কয়েকবার মাঠে ফেরার কথা আলোচনায় এসেছিল। কিন্তু মুমিনুল তা উড়িয়ে দিয়েছেন। বলেছেন পরিস্থিতির উন্নতি না হলে মাঠ মুখো হবেন না। কারণ তার কাছে আগে জীবন তারপর ক্রিকেট। এখনো দেশের করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। তবে মুমিনুল মাঠে ফিরেছেন। গতকাল সংবাদমাধ্যমকে মুমিনুল হক বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। অনেক দিন পর ক্রিকেটে ফিরতে পেরেছি। খুব ভালো লাগছে। প্রথম দিন হওয়ায় সব কিছু নতুন নতুন লাগছে। মানিয়ে নিতে হয়তো সময় লাগবে। দুই তিন বা চার-পাঁচদিন। আশা করছি খুব দ্রুত মানিয়ে নিতে পারবো। অনেক দিন ধরে বাইরে ছিলাম। খুব মিস করছিলাম।’

এপ্রিলে পাকিস্তানে দ্বিপক্ষীয় সিরিজের শেষ টেস্ট খেলতে যাওয়ার কথা ছিল মুমিনুলের দলের। কিন্তু করোনার থাবায় তা স্থগিত হয়ে যায়। এরপর একের পর এক আন্তর্জাতিক সিরিজ বাতিল হয়। বিশেষ করে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশনটি বাতিল হয় জুনে। তবে সেই সফর আবারো আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ দল মুমিনুলের নেতৃত্বে যাবে লঙ্কায় টেস্ট মিশনে। অধিনায়ক তাই আর ঘরে বসে থাকতে পারেননি। মুমিনুল বলেন, ‘যেহেতু চার-পাঁচ মাস বাইরে ছিলাম। অবশ্যই ক্রিকেটটা অনেক মিস করেছি। বিশ্বের অনেক দল ক্রিকেটে ফিরেছে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ।

তাদের দেখলে অবশ্যই খারাপ লাগে, মিস করি। আমরাও আস্তে আস্তে ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। সেজন্য আমরা ভালো একটা প্রস্তুতি নেব। ভালো শুরু করতে পারবো ইনশাআল্লাহ।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাতিল হওয়ার কারণ ছিল প্রস্তুতির অভাব। করোনার কারণে গৃহবন্দি ক্রিকেটাররা তিন ম্যাচের সিরিজ খেলতে প্রস্তত ছিলেন না। এখনো তেমন প্রস্তুতি নেয়া হয়নি। শুধুমাত্র ব্যক্তিগত অনুশীলন করছেন। বিসিবি কোনো ক্যাম্প ঘোষণা করেনি। তবে প্রস্তুতি নিয়ে খুব একটা ভাবছেন না টেস্ট অধিনায়ক। তার মতে দ্রুতই সব সমস্যার সমাধান হবে। প্রস্তুতির জন্যও মিলবে পর্যাপ্ত সুযোগ। তিনি বলেন, ‘আমার মনে হয় যখন আমরা আন্তর্জাতিক ক্রিকেটে যাবো তখন যথেষ্ট প্রস্তুতি পাবো। প্রস্তুতি ম্যাচ হলে খুব ভালো হবে আশা করি। সব রকম প্রস্তুতি নিয়ে ভালোভাবে টেস্ট ম্যাচ শুরু করতে পারবো।’

লকডাউনে চার মাস ঘরে বন্দি ছিলেন ক্রিকেটাররা। অনেকেই এ সময়টাকে ভয়ঙ্কর বলছেন। কারণ অবসরে বসে বসে ক্ষতির শঙ্কাই  বেশি থাকে। তবে মুমিনুল এই সময়টাকে দারুণ বলছেন। তার মতে আরো বেশি প্রস্তুত হয়েছেন তিনি। মুমিনুল বলেন, ‘লকডাউনের সময় আমরা ক্রিকেট নিয়ে অনেকটা চিন্তা ভাবনা করার সুযোগ পেয়েছি। যেহেতু কোনো কাজ ছিল না। কেউ ফিটনেস নিয়ে কাজ করেছে। কেউ সাইকোলজিক্যালি কাজ করেছে। কোচদের সঙ্গে টেকনিক্যাল, ট্যাকটিকাল কাজ করেছে। কিভাবে খেলাটা স্কিলের দিক থেকে উন্নতি করা যায়। অনেকে তার ব্যক্তিগত কাজ করেছে কিভাবে নিজের খেলার আরও উন্নতি করা যায়। আমার মনে হয় ভালো আলোচনা হয়েছে যেগুলি দিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারি। যেগুলি কাজে লাগানো যায়। খেলার ভেতরে থাকলে এগুলি নিয়ে আলোচনা করার সুযোগ কম হয়। মাঠের বাইরে থেকে খেলায় কিভাবে উন্নতি করা যায় সেগুলি নিয়ে কাজ করেছি।’

মুটিয়ে যাওয়া রোগ থেকে পরিত্রাণ
করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হচ্ছিলেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এতে নতুন এক রোগে আক্রান্ত হন তিনি। এটি মুটিয়ে যাওয়ার সমস্যা। চিকিৎসকের ভাষায় ফেটিক ক্রনিক। তবে এখন তা থেকে মুক্ত টেস্ট অধিনায়ক। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘মুমিনুল মেডিসিনের চিকিৎককে দেখিয়েছেন। তার এই  রোগটির নাম ফেটিক ক্রনিক। এটি হলে মুটিয়ে যাওয়া, দ্রুত ক্লান্ত হওয়া বা অবসাদে ভোগার মতো সমস্যা হয়। তবে এখন ওকে নিয়ে আর কোনো ভয় নেই। সব রিপোর্ট ভালো এসেছে। তাই আমি মনে করি দ্রুতই যতটুকু সমস্যা আছে তা ও কাটিয়ে উঠবে। আমি বলতে পারি এখন ও ভালো আছে তেমন কোন সমস্যা নেই।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status