খেলা

ন্যু ক্যাম্প বলেই আশাবাদী বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

৮ আগস্ট ২০২০, শনিবার, ৭:৫৯ পূর্বাহ্ন

সময় ভালো যাচ্ছে না বার্সেলোনার। লা লিগার শিরোপা খোয়ানো ছন্দহীন দলটি আজ নামছে বড় পরীক্ষায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ফিরতি লেগে কোচ কিকে সেতিয়েনের শিষ্যরা লড়বে নাপোলির বিপক্ষে। প্রথম লেগে ১-১ গোলে ড্র করায় এ ম্যাচে ন্যূনতম গোলশূন্য ড্র করতে হবে বার্সেলোনাকে। মেসিরা বাদ পড়লে হয়তো ইতি ঘটবে সেতিয়েন অধ্যায়েরও।
কিছুদিন আগে আক্ষেপ নিয়ে বার্সা সুপারস্টার লিওনেল মেসি বলেছিলেন, ‘এভাবে খেলতে থাকলে চ্যাম্পিয়ন্স লীগ থেকেও বাদ পড়বো আমরা।’ তবে দলের ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের দাবি দলে ইতিবাচক মনোভাব ফিরেছে। তিনি বলেন বলেন, ‘প্রথম লেগটা আমাদের জন্য কঠিন ছিল। ওদের সবাই বলের পেছনে ছুটছিল। আমাদের পারফরম্যান্স, রেজাল্ট কোনোটাই ভালো ছিল না। তবে আমার বিশ্বাস, তাদের বিপক্ষে এবার ভালো করবো। আমরা সান পাওলোর প্রথম লেগের ভিডিও এনালাইসিস করে ভুলগুলো বের করার চেষ্টা করেছি। দলের সবাই ইতিবাচক। আমরা জানি কী করতে হবে।’
ম্যাচটা ন্যু ক্যাম্পে বিধায় আশা রাখতে পারেন বার্সা সমর্থকরা। ইউরোপিয়ান কাপ প্রতিযোগিতায় ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ টানা অজেয় থাকার রেকর্ড নিয়ে খেলতে নামবে দলটি (৪৩ ম্যাচ অপরাজিত থেকে তালিকায় প্রথম বায়ার্ন মিউনিখ)। ন্যু ক্যাম্পে টানা ৩৫ ম্যাচে হারেনি তারা। এর মধ্যে জয় এসেছে ৩১টিতেই। তাছাড়া গত ১৮ বছরে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে হার এড়ানোর পর কোনোবারই বাদ পড়েনি বার্সেলোনা। এমন সমীকরণে সবশেষ তারা বাদ পড়েছিল ২০০২-০৩ মৌসুমে। সেবার কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের মাঠে ১-১ গোলে ড্র করলেও ফিরতি লেগে বার্সা হেরে যায় ২-১ গোলে। অন্যদিকে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে কোনো জয় নেই নাপোলির। ২০১২তে চেলসির মাঠে ৪-১ এবং ২০১৭তে রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লীগে শেষ ১০ অ্যাওয়ে ম্যাচে নাপোলির জয় মাত্র একটি।
বার্সাকে হারাতে হলে নিশ্চিতভাবেই মেসিকে বোতলবন্দি করে রাখতে হবে নাপোলির ডিফেন্ডারদের। ন্যু ক্যাম্পে সবশেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এক গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। সবমিলিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লীগে ৬ ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট তার। অনুশীলনে বেশ আত্মবিশ্বাসী আর ছন্দে দেখা গেছে মেসিকে। তার সঙ্গে বার্সার আক্রমণভাগে যুক্ত হচ্ছেন উসমান দেম্বেলে। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই ফরাসি। তবে মাঠ মাঠের কান্ডারি সার্জিও বুসকেটস ও আর্তুরো ভিদাল নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না। অন্যদিকে নাপোলির অন্যতম সেরা তারকা লরেঞ্জো ইনসিনিয়ে ভুগছেন উরুর সমস্যায়। তার খেলা নিয়ে সংশয় আছে। তবে নাপোলি জানিয়েছে, শেষ পর্যন্ত ইনসিনিয়ের অপেক্ষায় থাকবে।
অভাবনীয় কিছু করতে হবে চেলসিকে
শেষ ষোলোর অপর ম্যাচে বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। প্রথম লেগে ৩-০ গোলের হারে দেয়ালে  পিঠ ঠেকে গেছে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলের। মিউনিখে অভাবনীয় কিছু করে দেখা হবে তাদের। আর সাবেক চেলসি মিডফিল্ডার রিকার্ডো কারভালহোর বিশ্বাস অসাধ্য সাধন করার সামর্থ্য আছে তার উত্তরসূরিদের। লিবসনে চ্যাম্পিন্স লীগ ট্রফি প্রেজেন্টেশন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আমি মনে করি এখনো চেলসির সম্ভাবনা আছে।’ আলিয়াঞ্জ এরেনায় বায়ার্নের বিপক্ষে চেলসি সবশেষ খেলেছিল ২০১২ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে। সেবার খেলোয়াড় ল্যাম্পার্ড লন্ডনে ফিরেছিলেন ইউরোপ সেরার ট্রফিটা নিয়েই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status