খেলা

সরফরাজকে দিয়ে পানি-জুতো টানাচ্ছে পাকিস্তান, সাবেকদের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক

৭ আগস্ট ২০২০, শুক্রবার, ৬:৫৫ পূর্বাহ্ন

দীর্ঘদিন পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন সরফরাজ আহমেদ। তার নেতৃত্বে ২০১৭তে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে পাকিস্তান। সেই সরফরাজ এখন সতীর্থদের জন্য পানি-জুতো টানছেন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের নেতৃত্ব হারান সরফরাজ। এমনকি দল থেকেও বাদ দেয়া হয় তাকে। ইংল্যান্ড সফরে ডাক পেলেও চলমান টেস্টে একাদশে সুযোগ হয়নি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। পাকিস্তান মোহাম্মদ রিজওয়ানের ওপরই আস্থা রেখেছে।

পরবর্তী ম্যাচে সুযোগের আশায় গ্যালারিতে বসে সতীর্থদের খেলা দেখছেন সরফরাজ। সাবেক এই অধিনায়ক সতীর্থদের প্রয়োজনে সাড়াও দিচ্ছেন। পাকিস্তান ব্যাটিং করার সময় ড্রিংকস বিরতিতে শান মাসুদ-শাদাব খানের জন্য পানি নিয়ে গেছেন। রিজওয়ানের জুতো বদলানোর প্রয়োজন হলেও এগিয়ে এসেছেন।

সাবেক অধিনায়ককে দিয়ে এভাবে পানি-জুতো টানানোর ব্যাপারটা ভালো লাগেনি শোয়েব আখতার-রশিদ লতিফের। তারা পিসিবির সমালোচনা করেছেন। শোয়েব বলেছেন, ‘আমার দৃশ্যটা ভালো লাগেনি। আপনি তাকে দিয়ে এমনটা করাতে পারেন না, সে চার বছর পাকিস্তানের অধিনায়ক ছিল, দেশকে চ্যাম্পিয়ন ট্রফিও জিতিয়েছে।’ সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রশিদ লতিফ বলেন, ‘সরফরাজ এটা করেছে কারণ খেলার প্রতি তার প্যাশন আছে। যদিও এমনটি হওয়া উচিৎ হয়নি।’

পাকিস্তানের হেড কোচ মিসবাহ অবশ্য এতে অপমানজনক কিছু দেখছেন না। তিনি বলেন, ‘এমন নজির কেবল পাকিস্তানেই সম্ভব। আমিও ১২তম প্লেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছি, যখন আমি অধিনায়ক ছিলাম। এতে লজ্জার কিছু নেই। সরফরাজ মানুষ ও খেলোয়াড় হিসেবে দারুণ। এমনটা করতে সে মোটেও মাইন্ড করেনি।’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status