খেলা

৩৭ বছরের পুরনো রেকর্ডে শান মাসুদ

স্পোর্টস ডেস্ক

৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৭:৪১ পূর্বাহ্ন

টেস্টের প্রথম দিনে পাদপ্রদীপে ছিলেন বাবর আজম। বাঁহাতি শান মাসুদকে নিয়ে আলোচনা হয়নি। তবে আজ দ্বিতীয় দিনে ধৈর্যশীল ব্যাটিংয়ে পাকিস্তানের বিপর্যয় সামলেছেন সেই মাসুদই। ব্রড-অ্যান্ডারসনদের সামলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। শতকের হ্যাটট্রিক হলো মাসুদের। ৩৭ বছর পর পাকিস্তানি কোনো ওপেনার টানা তিনটি সেঞ্চুরির নজির গড়লেন। ১৯৮৩ সালে প্রথমবার এই কৃতিত্ব দেখান মুদাসসার নজর। সবমিলিয়ে টেস্টে পাকিস্তানের হয়ে হ্যাটট্রিক সেঞ্চুরিই আছে ৬ জনের। মাসুদ-মুদাসসারের সঙ্গে এই তালিকায় রয়েছেন জহির আব্বাস, মুহাম্মদ ইউসুফ, ইউনুস খান ও মিসবাহ উল হক।

ম্যানচেস্টার টেস্টে বৃষ্টিস্নাত প্রথম দিনে বাবরের ফিফটিতে ১৩৯/২ তোলে দিন শেষ করেছিল পাকিস্তান। তবে পেসারদের নৈপুণ্যে আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ৪৮ রানের মধ্যে পাকিস্তানের ৩ উইকেট তুলে নেন ব্রড-অ্যান্ডারসনরা। ১৮৭/৫ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। দ্বিতীয় দিনের সকালের সেশনে পাকিস্তান হারায় বাবর, আসাদ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট। আগের দিন ৬৯ রানে অপরাজিত থাকা বাবর কোনো রান না করেই ফেরেন সাজঘরে। দ্বিতীয় দিনের প্রথম ওভারে জেমস অ্যান্ডারসনের বলে জো রুটের হাতে ধরা পড়েন তিনি। ১১ রানের ব্যবধানে আসাদ শফিককে (৭) তুলে নেন স্টুয়ার্ট ব্রড। দলীয় ১৭৬ রানে ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ৪১ বলে ৯ রান করেন তিনি। শাদাব খানকে নিয়ে ১১ রান যোগ করে বিরতি যান ওপেনার শান মাসুদ। দ্বিতীয় সেশনে দ্রুত রান তুলতে থাকেন তিনি। ২৫১ বলে ১৩ চারে সেঞ্চুরি পূর্ণ করেন। গত বছরের ১৯শে ডিসেম্বর করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাসুদ খেলেছিলেন ১৩৫ রানের ইনিংস। এরপর ৭ই ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে করেন ১০০ রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ষষ্ঠ উইকেটে ৮০ রানের জুটিতে অবিচ্ছিন্ন মাসুদ-শাদাব। মাসুদ ১০৮* ও শাদাব ৩৮ রানে ক্রিজে ছিলেন। ৮৮ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২৫৬/৫।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status