বিনোদন

‘কবে নাগাদ হবে তা নিশ্চিত নয়’

স্টাফ রিপোর্টার

৭ আগস্ট ২০২০, শুক্রবার, ৭:২১ পূর্বাহ্ন

ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল করোনা পরিস্থিতির পর থেকেই বেশিরভাগ সময় বাসাতেই থাকছেন। এই কয়েক মাসে মাত্র দু’দিন বের হয়েছেন, তাও রেকর্ডিংয়ের জন্য। তবে বাসায় থেকে সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছেন পুতুল। বেশকিছু চ্যানেলসহ বিভিন্ন লাইভে অংশ নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, নিজেও লাইভ অনুষ্ঠান শুরু করেছেন, যা এরইমধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। নারীদের কথা বলার একটি প্ল্যাটফরমের চিন্তা থেকেই ‘পুতুল কথন’ শীর্ষক এই অনুষ্ঠান শুরু করেছেন। এরইমধ্যে অনেক নারী
তারকাই এসেছেন তার এই লাইভে। আগামী শুক্রবার পুতুলের অতিথি হয়ে আসবেন অভিনেত্রী ভাবনা। এই অনুষ্ঠানের চিন্তা কীভাবে এলো? উত্তরে পুতুল বলেন, এটা মূলত নারীদের মঞ্চ। তাদের জীবনের হোঁচট কিংবা প্রবঞ্চনার গল্পগুলো বলার সুযোগ করে দেয়া হয় এখানে। এখানে যারা আসেন সবাই তারকা। এরইমধ্যে ১০ পর্ব হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার অনুষ্ঠানটি করবো। দুর্দান্ত সাড়া পাচ্ছি এখান থেকে। পুতুল আরো বলেন, মেয়েদের আসলে আস্থা জোগাতে হয়, তাদের ক্ষতগুলো বলার জন্য। এরপর বাকিটা তাদের ভেতর থেকেই তুলে আনা যায়। আর মেয়েদের এমন মঞ্চ কম আমাদের এখানে। নতুন গানের কি খবর? পুতুল বলেন, এই ঈদে কোনো গানই প্রকাশ হয়নি আমার। কারণ আমি বের হইনি এই পরিস্থিতিতে। যদিও দুটো গান রেকর্ড হয়েছে। তাছাড়া আমি নিজের কথা-সুরে গান করা এ মাস থেকেই শুরু করবো। শো তো আয়োজন হচ্ছে না। কবে নাগাদ হবে তা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে কি ভাবছেন? পুতুল বলেন, শো আয়োজন আগামী বছরও হয়তো হবে না। তাই অনলাইনে সম্মানীর বিনিময়ে কাজের রীতি চালু করতে হবে। আমি তাই করছি। সম্মানী ছাড়া কোথাও গাইছি না কিংবা আড্ডা দিচ্ছি না। অনেকে হয়তো করছেন, এটা যার যার পছন্দ। এদিকে গত কয়েক বছর ধরেই পুতুল নিয়মিত বই প্রকাশ করে আসছেন একুশে গ্রন্থমেলায়। বর্তমানেও একটি উপন্যাস লিখছেন আত্মজীবনীমূলক- এমনটাই জানালেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status