খেলা

বৈরুতের বিস্ফোরণ নাড়িয়ে দিয়েছে সালাহ-মুশফিকদের

স্পোর্টস ডেস্ক

৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ৩:৩২ পূর্বাহ্ন

ভয়াবহ এক বিস্ফেরণে শোকের দেশে পরিণত হয়েছে লেবানন। গত মঙ্গলবার রাজধানী বৈরুতের বন্দর এলাকায় অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। গণমাধ্যমের খবর অনুযায়ী নিহতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে। আহত ৪ হাজারেরও বেশি। বৈরুতের ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। শোকে বিহ্বল ক্রীড়াবিদরাও।

মোহাম্মদ সালাহ, কিলিয়ান এমবাপ্পে, রিয়াদ মাহরেজ, বিরাট কোহলি, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদরা শোক প্রকাশ করেছেন লেবাননের জন্য।

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম ফেসবুকে লিখেছেন, ‘ঘুম থেকে উঠেই কী ভয়ংকর খবর পেলাম! প্লিজ বৈরুতের জন্য সবাই প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও স্তম্ভিত। তিনি ফেসবুকে লিখেছেন, ‘হায় আল্লাহ! সকালে এই ভয়ংকর খবরটা দেখে অনেক কষ্ট পেয়েছি, স্তম্ভিত হয়ে গেছি। প্লিজ লেবাননের জন্য সবাই প্রার্থনা করুন।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস লিখেছেন, ‘বৈরুতে বিধ্বংসী বিস্ফোরণে যারা আহত হয়েছেন, সবার নিরাপদ ও দ্রুত আরোগ্য কামনা করছি। লেবাননের জন্য সবাই প্রার্থনা করুন।’

ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং টুইট করেছেন, ‘বৈরুতের যে ভিডিও দেখছি, সেটা ভীষণ কষ্ট দিচ্ছে। হৃদয়বিদারক। সেখানের মানুষকে কী দৃশ্য দেখতে হচ্ছে, কীসের মধ্য দিয়ে তারা যাচ্ছেন, সেটা ভাবতেও পারছি না। যাঁরা প্রাণ হারিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, সবার জন্য প্রার্থনা করছি। ২০২০ সালটা আসলেই আমাদের ধসিয়ে দিচ্ছে। আমাদের এই বিশ্বটার সুস্থ হয়ে ওঠা দরকার।’

লিভারপুরের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ ফেসবুকে লেবাননের পতাকার ছবি পোস্ট করেছেন, যাতে লেখা, ‘লেবাননের জন্য প্রার্থনা করো।’ ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ ধ্বংসস্তুপে পরিণত হওয়া বৈরুত বন্দরের একটি ছবি পোস্ট করে লেবাননের জন্য সবাকে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

 

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status