বিশ্বজমিন

বৈরুতে বিস্ফোরণে গৃহহারা হয়েছেন ৩ লাখ মানুষ: গভর্নর

মানবজমিন ডেস্ক

২০২০-০৮-০৫

বৈরুতের বন্দরে ভয়াল বিস্ফোরণে বাড়িহারা হয়েছেন ৩ লাখ মানুষ। শহরটির গভর্নর মারওয়ান আব্বুদ বুধবার এ তথ্য জানান। তিনি আরো বলেন, গৃহহারাদের খাদ্য, পানি ও আশ্রয় প্রদানে কাজ করছে কর্তৃপক্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবারের জোড়া বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার।কর্মকর্তারা আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। উদ্ধারকাজ জারি রয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে কর্মকর্তাদের বরাতে বলা হয়, ধারণা করা হচ্ছে, বন্দরের গুদামঘরে মজুদ থাকা ২ হাজার ৭০০ টন অ্যামোনিয়াম নাইট্রাইট বিস্ফোরিত হয়ে মঙ্গলবার এ ধ্বংসযজ্ঞ সম্পন্ন হয়। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব মঙ্গলবার জানান, এ বিস্ফোরণের জন্য জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। কেউ পার পাবে না। এ নিয়ে একটি তদন্ত চালুর ঘোষণাও দেন তিনি।

এদিকে, বুধবার মন্ত্রিপরিষপদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি আরো বলেছেন, বৈরুতে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা উচিৎ।

 

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status