খেলা

‘বয়স চোর’দের প্রতি হুঁশিয়ারি সৌরভের

স্পোর্টস ডেস্ক

৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ৬:০৪ পূর্বাহ্ন

ভারতীয় ক্রিকেটে বয়স চুরি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে। বয়সভিত্তিক দলে খেলা কয়েকজন ক্রিকেটার এরই মধ্যে ধরাও পড়েছেন। আর বয়স কারচুপি নিয়ে এবার কড়া হুশিয়ারি দিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বয়স লুকানোর বিষয়টি যারা স্বীকার করে নেবে, তাদের সুযোগ দেবে বিসিসিআই। তবে কারচুপি করলে জুটবে ২ বছরো নিষেধাজ্ঞা। আবার নিষেধাজ্ঞা কাটানোর পরও বিসিসিআইয়ের গ্রুপ টুর্নামেন্টে সুযোগ পাবে না দোষীরা। নাম কাটা যাবে রাজ্য টুর্নামেন্ট থেকেও। এমন খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো।

বয়স চুরির শাস্তি নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘প্রত্যেক এজ-গ্রুপে লেভেল প্লেয়িং দেয়ায় আমরা অঙ্গীকারবদ্ধ। বিসিসিআই এবার কড়া পদক্ষেপ নেবে, যারা বয়স কারচুপি করবে তাদের বিরুদ্ধে। যারা নিজেদের কুকীর্তির কথা এগিয়ে স্বীকার করবে না তাদের বড় শাস্তির মুখে পড়তে হবে। খেলা থেকে নিষিদ্ধ করে দেয়া হবে ২ বছরের জন্যে।’

ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান রাহুল দ্রাবিড় বলেন, ‘বয়স লুকিয়ে খেলতে আসাটা ক্রিকেটের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এমন প্রায়ই হয়, কারো কারো বয়স নিয়ে কারচুপির কারণে বহু খেলোয়াড়ই তাদের নির্দিষ্ট এজ-গ্রুপে চান্স পায় না। বিসিসিআই এই বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে। ফলে কোনো অপ্রিয় পরিস্থিতি এড়াতে চাইলে, যারা বয়স লুকিয়েছেন, তাদের অবিলম্বে সামনে এসে দোষ স্বীকার করে নেয়া উচিত।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status