খেলা

অাকমলের নিষেধাজ্ঞা কমানোয় পিসিবিকে ধুয়ে দিলেন কানেরিয়া

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২০, শুক্রবার, ৮:১১ পূর্বাহ্ন

বাজিকরের প্রস্তাব পেয়ে তা গোপন করায় উমর অাকমলকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান অাকমলের সাজা কমিয়েছে বোর্ড। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ফিক্সিংয়ের দায়ে অাজীবনের জন্য নিষিদ্ধ হওয়া পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া। পিসিবির প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, 'এটাই কি জিরো-টলারেন্স নীতি?'

কিছুদিন অাগে পিসিবি ক্রিকেট দুর্নীতিকে ফৌজদারি অাইনের অাওতায় এনেছে। ঘোষণা দিয়েছে দুর্নীতিকারীদের নূন্যতম ছাড় দেয়া হবে না। কিন্তু অাকমলের অাপিলের পর তার সাজা ১৮ মাস কমেছে। অথচ পিসিবির দ্বারে দ্বারে ঘুরেও নিষেধাজ্ঞা কমাতে পারেনি বলে অভিযোগ রয়েছে কানেরিয়ার। সংবাদমাধ্যম এএনঅাইকে কানেরিয়া বলেন, 'পিসিবির জিরো টলারেন্স নীতি কি শুধু কানেরিয়ার জন্য?' কানেরিয়াকে নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কারণ ২০০৯-এ কাউন্টিতে খেলার সময় ম্যাচ পাতিয়েছিলেন তিনি। কানেরিয়া যতবার পিসিবির কাছে গিয়েছে নিষেধাজ্ঞা কমাতে, পিসিবি ততবারই তাকে ইংল্যান্ডের পথ দেখিয়েছে। কিছুদিন অাগেও পাকিস্তান বোর্ড জানায়, কানেরিয়ার নিষেধাজ্ঞা নিয়ে তাদের কিছু করার নেই, যেহেতু শাস্তিটা দিয়েছে ইসিবি।

লেগস্পিনার কানেরিয়ার অভিযোগ করে বলেছেন, 'ইসিবি যখন অামাকে নিষিদ্ধ করলো তখনো অামি পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ছিলাম। ইসিবি কি পাকিস্তানকে না জানিয়েই অামাকে নিষিদ্ধ করেছিল? অাকমল ক্যারিয়ার জুড়েই নানান বিতর্কিত কাণ্ড ঘটিয়েছে, শৃঙ্খলাবিধি ভেঙেছে। এরপরও পিসিবি তার প্রতি সহমর্মিতা দেখায়। অামার ক্ষেত্রেই শুধু নীরব থাকে।' স্পট ফিক্সিং করেও ক্রিকেটে ফেরা অামির-অাসিফদের দৃষ্টান্তও তুলে ধরেন কানেরিয়া, ' অামির-অাসিফদের দেখুন, বড় স্ক্যান্ডালের পরও ওরা ক্রিকেটে ফিরেছে। অামার বেলায় কেন তাদের ভিন্ন স্ট্যান্ডার্ড?'

পাকিস্তানের হয়ে ৬১ টেস্ট খেলা কানেরিয়া এর অাগে গুরুতর অভিযোগ তুলেন পিসিবির বিরুদ্ধে। হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে নাকি অনেক বৈষম্যের শিকার হয়েছেন পাকিস্তান দলে। শহীদ অাফ্রিদিসহ পাকিস্তানের কয়েকজন সাবেক সতীর্থ ক্রিকেটারের প্রতিও অাঙুল তুলেন কানেরিয়া। পিসিবি-কানেরিয়ার এই দ্বন্দ্ব কতদিন চলে কে জানে!
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status