খেলা

আগামী মৌসুমে দর্শক ছাড়া ইপিএল!

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২০, শুক্রবার, ৮:২৭ পূর্বাহ্ন

করোনাভাইরাস। এক অদৃশ্য শত্রু। প্রতিদিন এ ভাইরাসের ভয়াবহতায় ঝরছে অজস্র প্রাণ। মানুষের জীবনের মতো এ ভাইরাসে হারিয়েছে খেলার সৌন্দর্যও। ফুটবল কিংবা ক্রিকেট যেকোনো খেলার প্রাণ দর্শক। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দর্শক ছাড়াই শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের এবারের মৌসুম। টানা ১০০ দিন বন্ধ থাকার পর ফুটবল মাঠে গড়ালেও, তা দেখার সৌভাগ্য হয়নি ফুটবল প্রেমীদের। বুন্দেসলিগা, লা লিগা, সিরি আ কোনো আসরেই মাঠে যাওয়ার সুযোগ হয়নি দর্শকদের। আশা হয়তো নতুন মৌসুমে পাওয়া যেতে পারে মাঠে প্রবেশের অনুমতি। কিন্তু না, সে আশাতেও গুঁড়েবালি। আরো এক বছর হয়তো দর্শক ছাড়াই চলবে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচ। এমন শঙ্কার কথা জানিয়েছেন বৃটিশ সরকারের উপদেষ্টা জেমস কালদার। বৃটিশ সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা জেমস কালদার বলেন, ‘করোনাভাইরাসের এখন যে পরিস্থিতি তাতে আমার মনে হয় না আগামী এক বছরের মধ্যে মাঠে দর্শকদের প্রবেশে অনুমতি দেয়া সম্ভব হবে। পরিস্থিতির উন্নতি হতে আরো সময় লাগবে। যে পর্যন্ত করোনার টিকা আবিষ্কার না হবে সে সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। সবার নিরাপত্তার স্বার্থে এটিই সর্বোৎকৃষ্ট পন্থা।’ লীগ শেষ হয়ে হওয়ার পর অবসরকালীন সময়ে পরিবার নিয়ে বিভিন্ন দেশে যেয়ে থাকেন ফুটবলাররা। কিন্তু যুক্তরাষ্ট্র, ব্রাজিল, পাকিস্তান ও ভারতে করোনার সংক্রমণ যেখানে বেশি, সেসব দেশগুলোতে ফুটবলারদের ভ্রমণে যেতে নিরুৎসাহিত করেছেন কালদার। তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও পাকিস্তান। এই দেশগুলো এখন করোনার হটস্পট। আমি সবাইকে অনুরোধ করবো অবসর জীবন আরো আসবে। তাই অন্তত এ বছর খেলা না থাকার সুযোগে করোনার হটস্পট এমন দেশগুলোতে ভ্রমণ না করার জন্য।’ ওভালে মিডলসেক্স ও সারির মধ্যকার প্রীতি ম্যাচে দর্শকদের প্রবেশের অনুমতি দিয়েছিল ইংল্যান্ডের স্বাস্থ্যবিভাগ। পরীক্ষামূলকভাবে এ ম্যাচে অনুমতি দিলেও এখনই ফুটবল ম্যাচে তা সম্ভব নয় বলে জানিয়েছেন জ্যেষ্ঠ এই কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status