খেলা

কোচিং বহরে যুক্ত হচ্ছেন আরো চার বিদেশি

স্পোর্টস রিপোর্টার

২৯ জুলাই ২০২০, বুধবার, ৮:১৭ পূর্বাহ্ন

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের চার ম্যাচ এখনো বাকি বাংলাদেশের। এই চার ম্যাচের জন্য আরো চারজন বিদেশি কোচ যোগ দিচ্ছেন বাংলাদেশের বহরে। হেড কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্ট তো আছেনই, তাদের সঙ্গে যুক্ত হবেন গোলরক্ষক কোচ, ফিজিও, ফিটনেস কোচ ও একজন ম্যাচ বিশ্লেষক।
বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত জামাল-মামুনুলদের। বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলেও এশিয়ান কাপ বাছাইয়ের পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা এখনও টিকে রয়েছে বাংলাদেশের। অধিনায়ক জামাল ভূঁইয়ার বিশ্বাস, ঘরের মাঠে আফগানিস্তান ও ভারতকে হারাতে পারবেন। যদি দু’টি জয় আসে তাহলে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার সম্ভাবনা তৈরি করতে পারবে। বাছাইয়ের বাকি চার ম্যাচের তিনটি ঘরের মাঠে বলে বাফুফেও জাতীয় দলকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাফুফে সভাপতি খেলোয়াড়দের আশ্বাস দিয়েছিলেন যে, অনুশীলনে তারা বিদেশি ফিটনেস কোচ পাবেন। ফিটনেস কোচের সঙ্গে একজন ফিজিও, একজন গোলরক্ষক কোচ এবং একজন ম্যাচ বিশ্লেষকও পাচ্ছেন জামাল ভূঁইয়ারা। আগস্টের মাঝামাঝি সময়ে কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্টের সঙ্গে এদের তিনজনের যোগ দেয়ার কথা রয়েছে। তবে ম্যাচ বিশ্লেষক কাজ করবেন ইংল্যান্ডে বসেই।
কোভিড-১৯ টেস্টের মধ্য দিয়ে আগামী ৫ই আগস্ট গাজীপুরের সারা রিসোর্টে শুরু হবে ফুটবলারদের আইসোলেশন ক্যাম্প। জেমি ডে দলের সঙ্গে যোগ দেবেন আগস্টের তৃতীয় সপ্তাহে। মাঝের ক’দিন স্থানীয় কোচদের অধীনে অনুশীলন করবেন ফুটবলাররা। জেমির সঙ্গে নতুন যে ৪ জন বিদেশি যোগ দেবেন, তাদের মধ্যে গোলরক্ষক কোচ হিসেবে আগে বাংলাদেশে কাজ করে যাওয়া ববি মিমস আবারো আশরাফুল রানাদের দায়িত্ব নিতে আসতে পারেন।
প্রাথমিক তালিকায় থাকা ৩৬ ফুটবলার তিন দফায় ক্যাম্পে উঠবেন। তিনদিনে ১২ জন করে ৩ দিনে উঠবেন গাজীপুরের সারা রিসোর্টে। দুই প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজীকে শেষ দিন অর্থাৎ ৭ই আগস্ট ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। যদিও ওই দুইজনের ফ্লাইট এখনও নিশ্চিত হয়নি। কোচ জেমি ডে জানিয়েছেন, তিনি ও তার সহকারী স্টুয়ার্র্ট  ক্যাম্পে যোগ দেবেন ১৬ই আগস্ট। বাকি কোচিং স্টাফদের বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা ঈদের ছুটির মধ্যে সব চূড়ান্ত করে ফেলবো। চেষ্টা থাকবে জেমি ও স্টুয়ার্টের সঙ্গেই নতুন ৪ জনের ৩ জনকে ঢাকায় নিয়ে আসতে। আমাদের কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে। সবাই ইংল্যান্ডের। তাদের মধ্য থেকে বাছাই করে ৪ জনের সঙ্গে ৩ মাসের জন্য চুক্তি করবো।’
বিশ্বকাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার, ওমান ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৪। ভারত ৩ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status