বিনোদন

করোনায় মারা গেলেন পরিচালক আফতাব খান টুলু

স্টাফ রিপোর্টার

২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ৫:০৫ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলু। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। এ খবর নিশ্চিত করেছেন প্রয়াত পরিচালকের ছেলে অভিষেক খান। তিনি জানান, তার বাবা গত বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তার শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। মৃত্যুর সময় তিনি হাসপাতালের কোভিড ইউনিটের আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে আফতাব খান টুলুর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন। মোহাম্মদপুরের শেখেরটেকে থাকেন তারা। আফতাব খানের গ্রামের বাড়ি রাজশাহীর উপশহরে। রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হবে বলে অভিষেক খান জানান। জ্যেষ্ঠ এ পরিচালকের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আফতাব খান ‘দায়ী কে’ ছবিটি পরিচালনার জন্য সিনেমায় পরিচিতি লাভ করেন। ১৯৮৭ সালের ছবিটি একাধিক শাখায় জাতীয় পুরস্কার লাভ করে। ছবিটির সঙ্গে জড়িত ছিলেন কাজী হায়াৎ। তারই পৃষ্ঠপোষকতায় ছবিটি নির্মিত হয়। আফতাব খান পরিচালিত শেষ ছবি ‘সবাই তো সুখী হতে চায়’। এটি মুক্তি পায় ২০০০ সালে। চিত্রনায়ক শাকিব খান অভিনীত প্রথম ছবি এটি। কিন্তু প্রথমে মুক্তি পায় ‘অনন্ত ভালোবাসা’ ছবিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status