খেলা

রেকর্ড গড়া শিরোপা জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ৯:১২ পূর্বাহ্ন

আগের ম্যাচে উদিনেসের কাছে হেরে ?শিরোপা উৎসব আটকে গিয়েছিল জুভেন্টাসের। এবার আর ভুল করেনি মাউরিসিও সারির দল। রোববার রাতে ইতালিয়ান সিরি আ ফুটবল আসরে সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারায় জুভেন্টাস। এতে দুই ম্যাচ বাকি রেখেই শিরোপা নিশ্চিত হয় জুভিদের। ইতালিয়ান শীর্ষ ফুটবল লীগে জুভেন্টাসের এটি ৩৬তম শিরোপা। টানা নবম  শিরোপা জিতে তারা গড়েছে অনন্য এক রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে টানা ৯ শিরোপা জয়ের নজির নেই আর কোনো ক্লাবের। টানা আটবার জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতে জুভেন্টাসের পেছনেই রয়েছে বায়ার্ন ?মিউনিখ।
সবচেয়ে বেশি বয়সী (৬১ বছর) কোচ হিসেবে সিরি আ জয়ী মাউরিসিও সারি বলেন, ‘আমরা কঠিন একটা মৌসুম শেষ করার পথে রয়েছি। শিরোপা জয় সবসময় কঠিন। সেটা আরো কঠিন হয়ে গেছে অন্য কিছু কারণে। মৌসুমটা কঠিন ছিল খেলাধুলা, ফুটবল এবং জীবনের জন্যও। আমরা প্রাক-মৌসুম শুরু করি ২০১৯ সালের ৬ই জুলাই। শিরোপা নিশ্চিত হলো ২৬শে জুলাই। একবছরেরও বেশি সময়। এই সময়ে লকডাউন বিরতি পড়েছে। প্রচুর মানুষের মৃত্যু দেখেছি। সব মিলিয়ে খুবই কঠিন সময় ছিল।’
শীর্ষ পাঁচ লীগে সর্বাধিক শিরোপা জুভেন্টাসেরই। স্প্যানিশ লা লিগায় ৩৪ বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। আর জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে ২৯ বার। ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বাধিক ২০ শিরোপার কৃতিত্ব ম্যানচেস্টার ইউনাইটেডের। আর ফরাসি লীগ ওয়ানে সর্বাধিক ১০ বার চ্যাম্পিয়নের খেতাব জিতেছে সেন্ট এতিয়েন।
সাম্পদোরিয়ার বিপক্ষে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস।   লীগে এটি রোনালদোর ৩১তম গোল। লকডাউনের পর ইউরোপের শীর্ষ পাঁচ লীগের সর্বোচ্চ ১০ গোল করলেন রোনালদো। ৬৭তম মিনিটে রোনালদোর ডান পায়ের কোনাকুনি শট প্রতিপক্ষ গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে গোল আদায় করেন বারনারদেস্কি। ৮৪তম মিনিটে পেনাল্টি মিস করেন রোনালদো। ক্রসবার লাগে তার স্পট কিক। চলতি লীগে স্পট কিকে ১২ গোল করা পর্তুগিজ ফরোয়ার্ড এই প্রথম পেনাল্টি মিস করলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status