খেলা

আইসিসি ওয়ানডে সুপার লীগ শুরু বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২০, মঙ্গলবার, ৯:১২ পূর্বাহ্ন

 মাঠে ফিরছে ওয়ানডে ক্রিকেটও । আসছে বৃহস্পতিবার সাউদাম্পটনে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। আর এ সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে সুপার লীগ। যদিও গত মেতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু করার কথা ছিল এটির। কিন্তু করোনার কারণে তখন সম্ভব হয়নি সেটি। ভারতে অনুষ্ঠেয় ১০ দলের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কারা খেলবে তা নির্ধারিত হবে এই সুপার লীগের মাধ্যমে। তিন বছরে প্রথম সুপার লীগে অংশ নেবে মোট ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে থাকছে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। ওয়ানডে সুপার লীগে প্রতিটি দল খেলবে আটটি করে সিরিজ। ঘরে-বাইরে সমান চারটি করে সিরিজ থাকবে প্রতিটি দলের জন্য। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। এই লীগের শীর্ষ ৭ দল পাবে ২০২৩ সালের ভারত বিশ্বকাপের টিকিট। আয়োজক হওয়ার সুবাদে ভারত সরাসরিই খেলবে। তাহলে বিশ্বকাপ স্পটের জন্য জায়গা থাকে ২টি। তা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। সরাসরি বিশ্বকাপে উঠতে না পারা পাঁচ দলসহ সহযোগী পাঁচ সদস্য দল খেলবে বাছাইপর্বে। সেখান থেকে মূল টুর্নামেন্টে সুযোগ পাবে ২ দল।

ওয়ানডে সুপার লীগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস। তিনি বলেন, ‘বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ছেলেদের বিশ্বকাপের জন্য সুপার লীগ চালু হতে দেখে আমরা খুশি। এই লিগের মাধ্যমে আগামী তিন বছরে ওয়ানডে ক্রিকেট আরও প্রাসঙ্গিক ও অর্থবহ হয়ে উঠবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ড দল: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারেন, লিয়াম ডসন, জো ডেনলি, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলি। রিজার্ভ: রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি, লিয়াম লিভিংস্টোন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status